আপনজন ডেস্ক: ফিলিস্তিনের সঙ্গে সংঘাতের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট।সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির কারণে কূটনৈতিক সমাধান বাতিলের আশঙ্কা প্রকাশ করেন ইহুদ ওলমার্ট।গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় হামাস। হামাসের হামলায় ১৪০০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়ের। এরপর থেকেই হামাসকে নির্মূলে অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।হামলার পাশাপাশি গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এর ফলে গাজার ২২ লাখের বেশি বাসিন্দা চরম মানবিক সংকটের মুখোমখি হয়েছে। হামাসের সক্ষমতা বৃদ্ধির জন্য দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করেন ওলমার্ট বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করেছে তাতে কূটনৈতিক সমাধান আরও দূরে চলে যাচ্ছে। আমাদের উচিৎ উভয় পক্ষের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করা। এটা কোনো হত্যার প্রতিযোগিতা না। আমরা বেসামরিক নাগরিক হত্যা করতে চাই না। শান্তির জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তবে হামাস থাকতে শান্তি প্রতিষ্ঠিত হবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct