নিজস্ব প্রতিবেদক, গাইঘাটা, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত বিষ্ণুপুর এলাকার একটি বাড়ি থেকে হেরোইন তৈরির সরঞ্জামসহ কারখানার হদিশ পেল এসটিএফ বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ বাহিনীর পুলিশ বৃহস্পতিবার সকালেই বিষ্ণুপুরে হানা দেয়। জানা যায়, ওই বাড়িতেই হেরোইন তৈরি হতো। অভিযুক্ত কাকলি রায়ের তত্ত্বাবধানে বহিরাগত কিছু ব্যক্তি রাজমিস্ত্রির ছদ্মবেশে ওই বাড়িতে হেরোইন তৈরি করত। সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহির বিশ্বাস জানান, অভিযুক্ত কাকলি রায় বছর দেড়েক আগে হকারি করে জামাপ্যান্ট বিক্রি করতো। স্থানীয় বাসিন্দারা ঘুণাক্ষরেও এদের এই কীর্তিকলাপ টের পায়নি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওই বাড়িটি চারপাশ থেকে ঘিরে নেয় এসটিএফ। এরপরই বামাল সহ ধরা পড়ে একাধিক জন।
পুলিশ এখনও তদন্ত করে দেখছে। সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে চলেছে। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে,জমি নিয়ে গন্ডগোল। প্রতিশোধ নিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মালদার ইংলিশ বাজার থানার নরহাট্রা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যায় ইংলিশ বাজার মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে গৃহবধুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানা গেছে। নির্যাতিতা গৃহবধূ স্বামীর অভিযোগ, ২০১৬ সাল থেকে ১৮ শতক জায়গা নিয়ে স্থানীয় তিন ব্যক্তির সাথে তাদের গন্ডগোল। বুধবার সন্ধ্যায় খড়ির পাতা আনতে গিয়ে একা পেয়ে তার স্ত্রীকে ওই তিন ব্যক্তি মিলে মারধর করে বলে অভিযোগ। পরে তার স্ত্রীকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় । থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct