শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: হাড়োয়ার নীড় আইডিয়াল হোমের উদ্যোগে সারদীয়া উৎসবের দিন গুলিতে আনন্দ ও খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হল। বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন ,এসো কোরআনী পরিবার গড়ি সংগঠনের চেয়ারম্যান তথা হাড়োয়া নাগরিক মঞ্চের কর্নধার আলহাজ্ব হাফেজ আজিজ উদ্দিন । সংগঠনের সাধারণ সম্পাদক মহঃ আবুল কালাম আজাদ সহ একাধিক বিশিষ্টজনেরা।প্রতি বছর ঈদের আগে মুসলিম ও হিন্দু পরিবারের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ও শারদীয় উৎসবের আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে নতুন বস্ত্র তুলে দিয়ে থাকেন তারা। সেই দিকে লক্ষ্য করে এই আয়োজন। হাফেজ আজিজ উদ্দিন বলেন , উৎসবের দিন গুলিতে আমরা আমাদের ছেলে মেয়ে বা পরিবারের সদস্যদের মাঝে খুশি ছড়িয়ে দিতে কেনাকাটায় ব্যস্ত থাকি, আবার আমাদের মধ্যে কেউ কেউ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রয়েছেন। তাদের নিয়ে ভাবার বা কিছু করার জন্য আমাদের কোন সময় নেই বললেই চলে, ঠিক সেই সময়ে উৎসবের দিন গুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে খুশি ছড়িয়ে দিতে এই সংগঠন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই যথেষ্ঠ প্রশংসার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct