সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মাদক কারবারিদের কাছে এখন আতঙ্কের নাম পুলিশ। গত দু-সপ্তাহে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় বেশ কয়েকজন মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে। দু-সপ্তাহে মাদক পাচার উদ্ধারে বড়সড় সাফল্য পেয়েছে মুর্শিদাবাদের দুই পুলিশ জেলা। ৮ই অক্টোবর লালগোলা থানার নাটাতলা এলাকায় পোল্ট্রি ব্যবসার আড়ালে হেরোইন পাচার করতে গিয়ে ২৭৭ গ্রাম হেরোইন সহ একজনকে গ্রেফতার করে লালগোলা থানার পুলিশ। ১০ই অক্টোবর ডোমকল থানার কাটাকোপরাকুঠি এলাকা থেকে ১০ কেজি ৫৮০ গ্রাম গাঁজা সহ দুজনকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। ১৫ই অক্টোবর এসটিএফ ও রঘুনাথগঞ্জ থানার যৌথ অভিযানে ওমরপুর এলাকা থেকে ১ কেজি ১৩০ গ্রাম হেরোইন সহ ৩ মহিলা ও এক ব্যক্তি মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ, তাদের মধ্যে দুই মহিলার বাড়ি মনিপুর ও এক মহিলার বাড়ি নাগাল্যান্ডে, আরেক ব্যক্তির বাড়ি লালগোলায়। ১৭ ই অক্টোবর রানীনগর থানার পুলিশ লক্ষীনারায়নপুর এলাকা থেকে ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ১৭ ই অক্টোবর ভোরে লালগোলা থানার পুলিশ বাখরপুর এলাকা থেকে ২৮৫ গ্রাম হেরোইন সহ একজনকে গ্রেফতার করে। ১৭ ই অক্টোবর রাতে আবারো লালগোলা থানার পুলিশ ৫০৫ গ্রাম হেরোইন সহ ঘোলদহ এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, লালগোলা থানার বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা শ্রীনন্দ মন্ডল চার বছর আগে বাংলাদেশে হেরোইন পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে, তিন মাস আগে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়ে আবারো হেরোইন চক্রে যুক্ত হয়ে পড়ে সে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা লালগোলায় মাদক চক্র আবারও সক্রিয় হয়েছে। তবে সক্রিয়তাকে নিষ্ক্রিয় করার জন্য তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বলেন, ‘মাদক নিষিদ্ধ করতে আমরা সর্বদা তৎপর। মাদক কারবারিদের জড়সহ উপড়ে ফেলার চেষ্টায় লেগে আছে পুলিশ।’মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ ও জঙ্গিপুর জেলা পুলিশ গত দু-সপ্তাহে মাদক কারবার চক্রে বড়সড় সাফল্য পেয়েছে। আর সেই আতঙ্ক ছড়িয়েছে জেলার সকল মাদক কারবারিদের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct