সুব্রত রায়, কলকাতা, আপনজন: পঞ্চমীর সন্ধ্যায় ফের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লাইট শো গত বছরের মত বন্ধ করে দিল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যে নামতে বন্ধ হয়ে গেল শ্রীভূমির ‘ডিজনিল্যান্ডে’র লাইট শো। মণ্ডপসজ্জা দেখতে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন হাজার হাজার দর্শনার্থীরা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে মন খারাপ উদ্যোক্তাদের। কিন্তু বিধান নগর কমিশনারেটের স্পষ্ট বক্তব্য, নিয়ম না মেনে এই লেজার শো করা হলে ঘটতে পারে অঘটন। সে কথা মাথায় রেখে আগাম বন্ধ করে দেওয়া হয়েছে এই লাইট শো।মহালয়া থেকেই শ্রীভূমিতে উপচে পড়া ভিড়। পঞ্চমীর সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কার্যত জনজোয়ার শ্রীভূমি ও সংলগ্ন এলাকা। ডিজনিল্যান্ড ও লাইট শো দেখতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছেন দর্শনার্থীরা। সেই লাইট শো-তেই বিপত্তি। কাছেই বিমানবন্দর। ফলে এই লাইটের দরুণ তৈরি হচ্ছে সমস্যা। অন্যদিকে লাইটের জন্যই মানুষের ঢল নামছে। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে পুলিশের পক্ষে।জানা গিয়েছে, সেই কারণে আপাতত শ্রীভূমির ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের নির্দেশ মেনে লাইট শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন উদ্যোক্তারা। তবে শোনা যাচ্ছে, পরবর্তীতে ফের বিমান চলাচলের অসুবিধা যাতে না হয় সে কথা মাথায় রেখে লাইট গুলিকে তাদের অবস্থান পরিবর্তন করা হলে ফের চালু হতে পারে এই শো। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত বছরেও এই একই ঘটনা ঘটেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ ছিল শ্রীভূমির ভিড়কে কেন্দ্র করে যাতে কোন কারণেই সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে না হয়। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন আগাম যদি দেখা যায় শ্রীভূমি নিয়ম মানছে না ,সে ক্ষেত্রে রাজ্য সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে। পঞ্চমীর সন্ধ্যায় বিধাননগর কমিশনারেটকে সেই কড়া পদক্ষেপ নিতেই দেখা গেল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct