নিজস্ব প্রতিনিধি, বর্ধমান, আপনজন : রাহুল সেক (১৬) এবং সুমন সেখ ওরফে মিনারুল সেখ ( ১৭) ১২অক্টোবর বৃহস্পতিবার রাতে গুজরাটের রাজকোটে নৃশংসভাবে খুন হয়। গত সোমবার তাদের গ্রাম বর্ধমান জেলার কালনা থানার প্রত্যন্ত গ্রাম নতুন পলডাঙা ও নতুন চরে দাফন করা হয়। ১৮ অক্টোবর দুপুরে এই দুই পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল, উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সভাপতি তাহীদুল ইসলাম, রাজ্য সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, রাজ্য কমিটির সদস্য মাসুদুল ইসলাম, নদীয়া জেলা কমিটির সদস্য ও শান্তিপুর বিধানসভা কমিটির সম্পাদক আসাদুল শেখ। দলের পক্ষ হতে তারা এই দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের এই মর্মান্তিক দুঃখজনক পরিণতির জন্য ধৈর্যধারণের উপদেশ দেন এবং আইনি সহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। রাজ্য সভাপতি তাদের জানান পরিবার চাইলে এসডিপিআই-এর গুজরাট রাজ্য কমিটি আইনি ও অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা করবে ।
মৃত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর প্রতিনিধি দলের পক্ষ হতে বিবৃতি দিয়ে জানানো হয়- চুরির অপবাদ দেয়া হলেও তা সত্য নয়, বাংলা ও মুসলিম বিদ্বেষের কারণেই মূলত তাদের নৃশংসভাবে খুন করা হয়েছে। রাহুল সেখের পরিবারের পক্ষ হতে দাবি করা হয়েছে- মালিকের কাছে যে টাকা পাওনা ছিল তা না দেবার জন্য চুরির অপবাদ দিয়ে তাদের ছেলেকে খুন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রাহুল সেখ অনেকদিন কাজ করেও টাকা না পেয়ে সে একবার বাড়ি চলে আসে। পরে সে আবারো যায় এবং টানা চার মাস কাজ করে। টাকা দেবার কথা বলেই বৃহস্পতিবার রাতে বাজার থেকে তাদের ধরে নিয়ে গিয়ে নৃশংস ভাবে খুন করে। তারা আরো কয়েকজনকেও এভাবে খুন করতে চেয়েছিল, কিন্তু তাদের ধরতে না পারায় তারা সবাই বেঁচে যায়।পরিবার সূত্রে জানা যায় তাদের এতটাই নিশংসভাবে মারা হয় যে শরীরের হাড় ভেঙে চুরমার হয়ে যায়।এমনকি ভারী লোহার রড দিয়ে মেরে পুরো মাথাও থেতলে দেওয়া হয়। এসডিপিআই-এর রাজ্য সহ-সভাপতি মন্তব্য করেন –যে পৈশাচিক বর্বরতায় তাদের খুন করা হয় তা ফ্যাসিবাদী আচরণের নিশংসতাকে মনে করিয়ে দেয়। দুষ্কৃতীরা চাই এমনভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে গুজরাট থেকে বাঙ্গালীদের তাড়িয়ে দিতে। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা দেশে যে ঘৃণা-বিদ্বেষ ও বর্বরতা চলছে এই ঘটনা তারই একটা অংশ বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন এই পৈশাসিক বর্বরতার এখন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct