আপনজন ডেস্ক: তিনদিন আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান। তবে ঐতিহাসিক জয়ের দিন আইসিসি’র সতর্কবাণী পেতে হয়েছে রহমতুল্লাহ গুরবাজকে। আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় ব্যাট দিয়ে বাউন্ডারিতে আঘাত করার কারণে গুরবাজকে সতর্ক করেছে আইসিসি এবং ১টি ডিমেরিট পয়েন্টও দিয়েছে। ম্যাচে দুর্দান্ত শুরু করেছিলেন আফগান দুই ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান। ম্যাচের এক পর্যায়ে ৮০ রান করে রানআউট হন গুরবাজ। তারপরেই ঘটে বিপত্তি। তিনি ড্রেসিং রুমে যাওয়ার সময় ব্যাট দিয়ে আঘাত করেন বাউন্ডারিতে। আর সেটাকেই আইসিসি ভালোভাবে নেয়নি। ম্যাচ শেষে আইসিসি’র তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ‘গুরবাজ আইসিসি’র কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২-এ থাকা খেলোয়াড় এবং খেলোয়াড়দের সরঞ্জামাদি সংক্রান্ত অনুচ্ছেদটি ভঙ্গ করেছেন।’ সেখানে বলা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জামাদি, অথবা জামা-কাপড়, মাঠের কোনো উপাদানকে অসম্মান করা হলে সেটি লেভেল-১ লঙ্ঘিত হয় এবং সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা অথবা এক থেকে দু’টি ডিমেরিটস পয়েন্ট যুক্ত হবে।’ ম্যাচ শেষে ম্যাচ রেফারি জেফ ক্রো ২১ বছর বয়সী গুরবাজকে ডাকলে তিনি দায় স্বীকার করে নেন এবং তার নামের পাশে আইসিসি একটি ডিমেরিট পয়েন্ট যোগ করে তাকে সতর্কও করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct