আপনজন ডেস্ক: বাংলার বকেয়া আদায়ে কেন্দ্র বিরোধী আন্দোলন পুজোর জন্য স্থগিত হলেও পুজোর পর আবার আন্দোলন শুরু হবে বলে জানালেনতৃণশূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাতগাছিয়ার বিদ্যানগর মাল্টিপারপাস স্কুলের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিষেক বলেন, এর আগে দুর্গাপূজার উৎসব মূলত সপ্তমী থেকে শুরু হয়ে দশমী পর্যন্ত চলত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে এটি পরিবর্তিত হয় এবং দুর্গোৎসব উদযাপনের সুবিধার্থে পদক্ষেপ নেওয়া হয়। এই কারণেই এখন মহালয়া থেকেই উৎসব শুরু হয়। চার দিনের উদযাপন এখন ১০ দিন ধরে চলছে। আর আমি জনগণকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই, যা আমাদের অনুপ্রাণিত করে। আমরা ইতিমধ্যে রাজনৈতিক লড়াই করছি। আপনাদের আশীর্বাদ আজ দিল্লির বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও শক্তিশালী করতে অনুপ্রাণিত করে। দুর্গাপূজার উৎসব শেষ হওয়ার পর আমরা আবার আন্দোলন শুরু করব।
এই আন্দোলন প্রসঙ্গে অভিষেক বলেন, তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সময়, আমি বাড়ি থেকে দু’মাস দূরে রাস্তায় ছিলাম। কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপে অনুষ্ঠান শেষ করেছি। জনগণের পঞ্চায়েত গঠনের জন্য আমি দুই মাস পরিবার এবং বন্ধুদের থেকে দূরে ছিলাম। বিরোধীরা পঞ্চায়েত নির্বাচন বন্ধ করতে এবং কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাতে আদালতে গিয়েছিল। তবুও তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এলাকা সহ মোট আসনের ৮০% জিতেছে।আমি আগেই বলেছি যে আমাদের এমজিএনআরইজিএ শ্রমিকদের ন্যায্য অধিকারের লড়াই বাংলায় সীমাবদ্ধ থাকবে না। এ বিষয়ে অভিষেকের অভিযোগ, যদিও তারা আমাদের থামানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে কেন্দ্র। বাংলার দরিদ্রদের দিল্লি যাওয়া এবং তাদের অধিকারের জন্য লড়াই করা থেকে বিরত রাখতে শেষ মুহূর্তে ট্রেনগুলি বাতিল করা হয়েছিল। বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। আমরা যখন বঞ্চিতদের নিয়ে কৃষি ভবনে পৌঁছলাম, তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি আমাদের ৩ ঘন্টা অপেক্ষা করতে বাধ্য করার পরে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। এর কারণ হল আমরা গণবিরোধী সিদ্ধান্তকে প্রশ্ন করতে গিয়েছিলাম এবং তাদের কাছে কোনও উত্তর ছিল না।অন্যদিকে অভিষেক জানান, ডায়মন্ডহারবার লোকসভা এলাকার মানুষকে আগামী বছর থেকে পুজোর সময় বস্ত্র নিতে আর রাজনৈতিক মঞ্চে হাজির হতে হবে না। আগামী বছর থেকে আমাদের দলের কর্মীরা ষষ্ঠীর আগে আপনাদের দোরগোড়ায় আমার উপহার তুলে দেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct