আপনজন ডেস্ক: ২০২২ সালের ৪ অক্টোবর গুজরাতের খেদা জেলায় প্রকাশ্যে মুসলিম যুবকদের মারধরের দায়ে চার পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে ১৪ দিনের সাধারণ কারাদণ্ড দিয়েছে গুজরাত হাইকোর্ট। উন্ধেলা গ্রামে নবরাত্রি উৎসবের সময় একটি গরবা অনুষ্ঠানে পাথর ছোড়ার অভিযোগে গ্রেফতার হওয়ার পর পাঁচ জন মুসলিম পুরুষকে প্রকাশ্যে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ ওঠে ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে। বিচারপতি এ এস সুপেহিয়া ও গীতা গোপীর বেঞ্চ মন্তব্য করে, আদালত খুশি নয় যে এই দিনটি এসেছে যখন তারা অফিসারদের সাধারণ কারাবাসের নির্দেশ দিচ্ছে। আদালত প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে ২,০০০ টাকা করে জরিমানা করেছে এবং তা না করলে তাদের আরও তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য অভিযুক্তের আইনজীবীর অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজার আদেশ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে আদালত জানিয়েছে।এর আগে গত ৪ অক্টোবর হাই কোর্ট স্থানীয় ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর (এভি পারমার), সাব-ইন্সপেক্টর (ডিবি কুমাভাত), হেড কনস্টেবল (কনকসিংহ লক্ষ্মণ সিং) এবং এক কনস্টেবল (রাজু রমেশভাই দাভি) এর বিরুদ্ধে অবমাননার অভিযোগ গঠনের আদেশ দেয়। এরপর ১৬ অক্টোবর ভুক্তভোগীরা ওই চার পুলিশ সদস্যের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ নিতে অস্বীকৃতি জানায়।এর আগের শুনানিতে হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল, কোনও আইনে কোনও অভিযুক্তকে খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধরের অনুমতি দেওয়া হয়েছে কি না?সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মীরা একটি খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটাচ্ছে জনসমক্ষে। আর তা দেখে জনতা উল্লাসে ফেটে পড়ছে। সেই ঘটনায় দেশজুড়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct