আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ভারতের দীর্ঘদিনের “নীতিগত অবস্থান” পুনর্ব্যক্ত করেছেন।টেলিফোনে আলাপকালে মোদি আব্বাসের সঙ্গে সন্ত্রাসবাদ, সহিংসতা এবং এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে ভারতের ‘গভীর উদ্বেগের’ কথা জানান। প্রধানমন্ত্রী ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্টকে বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখবে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছি। গাজার আল আহলি হাসপাতালে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় আমি সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখব। সন্ত্রাসবাদ, সহিংসতা এবং এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছি। ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ভারতের দীর্ঘদিনের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার গাজার আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে প্রায় ৫০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা আন্তর্জাতিক ভাবে তীব্র নিন্দার ঝড় তুলেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ হাসপাতালে বিস্ফোরণের জন্য ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। যদিও ইসরায়ে তা অস্বীকার করে ইসলামিক জিহাদের ছোড়া রকেটের কারণে এটি ঘটেছে বলে আঙল তুলছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার গাজার হাসপাতালে হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জাানানোর সঙ্গে সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। চলমান সংঘাতে বেসামরিক হতাহতের ঘটনা গুরুতর ও খুবই উদ্বেগের বিষয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct