অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: অন্য বছরের মতো এ বারেও জেলার শ্রেষ্ঠ পুজোগুলিকে সম্মানিত করবে রাজ্য। বিভিন্ন বিভাগে সেরা পুজোগুলিকে বিশ্ব বাংলা শারদ সম্মান দেবে রাজ্য। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার এবছর মোট ২৯ টি দূর্গা পূজা কমিটি পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৩ প্রতিযোগিতায় তাদের নাম নথিভুক্ত করেছে। এই ২৯ টি দূর্গা পূজা কমিটির মধ্যে ২৩ টি বালুরঘাট মহাকুমার এবং ৬ টি গঙ্গারামপুর মহাকুমার অন্তর্গত পুজো কমিটি রয়েছে। জেলার এই পুজো উদ্যোক্তারা বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় অংশ নেবার জন্য আবেদনপত্র করেছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতরে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূএে জানাগিয়েছে, সেরা তিনটি পুজো উদ্যোক্তাকে ৫০ হাজার, সেরা মণ্ডপকে ৩০ হাজার ও সেরা প্রতিমাকে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ক্লাব গুলিকে।
ইতিমধ্যে, জেলা প্রশাসনের তরফে আবেদনকারী পুজো কমিটির মণ্ডপ গুলিতে সরজমিনে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখবার জন্য বিচারক মন্ডলী তৈরি করা হয়েছে। পাঁচজন সদস্য বিশিষ্ট ২ টি বিচারকদের টিম তৈরি করা হয়েছে। এই ৫ জনের বিচারকদের টিমে রয়েছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক, পুলিশের তরফের প্রতিনিধি, সাংবাদিকদের প্রতিনিধি প্রমূখ। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সমাজচেতনার পুজো ইত্যাদি সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করবেন তাঁরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া পুজোগুলির নাম মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে জেলা প্রশাসনের তরফে। জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরে আধিকারিক রাজেশ কুমার মন্ডল জানান, ‘এবছর দক্ষিণ দিনাজপুর জেলার মোট ২৯ টি দূর্গা পূজা কমিটি পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৩ প্রতিযোগিতায় তাদের নাম নথিভুক্ত করেছে। বিচারকদের বিচারে শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া পুজো কমিটি গুলোকে পরবর্তীতে পুরস্কৃত করা হবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct