গৈরিক সাহা, হুগলি, আপনজন: ‘গণিত এবং কম্পিউটার’ এই নিয়ে, চলতি সপ্তাহের মঙ্গলবার পাঠভবন ডানকুনিতে আয়োজন করা হয় এক অভিনব আলোচনা সভার। সভার নাম ‘মিট দ্য সাইন্টিস্ট’। এই সভার প্রধান বক্তা ছিলেন ইন্ডিয়ান ইন্সটিউট অফ সাইন্স, ব্যাঙ্গালোর এর কম্পিউটার সাইন্স এবং অটোমেশন বিভাগের অধ্যাপক শ্রী অরিন্দম খান মহাশয়৷ আলোচনা সভায় পাঠভবনের পড়ুয়াদের পাশাপাশি উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারাও উপস্থিত হয়। এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক সুর্য জানা, গণিতের বিশিষ্ট অধ্যাপক মানস কুমার হাজরা ও পাঠভবন সোসাইটির সম্পাদক শ্রী বিশ্বনাথ দাশগুপ্ত । অনুষ্ঠানের শুরুতেই অরিন্দম খানকে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: দেবব্রত মুখোপাধ্যায় । পাশাপাশি বিদ্যালয়ের তরফ থেকে পড়ুয়াদের হাতে আঁকা একটি ছবিও তাকে উপহার হিসাবে দেওয়া হয়। এরপর উদ্বোধনী সঙ্গীতের পর শুরু হয় মুল আলোচনা। অনেক পড়ুয়ার গণিতে কিছুটা ভীতি কাজ করে। এবার সেই গণিতের সাথে আজকের দিনের কম্পিউটার এর কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ তিনি বলেন, “কম্পিউটার সাইন্স বা কম্পিউটিং, এটার মানে শুধুই কম্পিউটার নিয়ে কাজ করা নয়, এটার মানে কম্পিউটেশন নিয়ে কাজ করা। এবং কম্পিউটার তার একটা মাধ্যম।” পাশাপাশি যন্ত্রের অতিরিক্ত ব্যাবহার, বিশেষত ছাত্রছাত্রী দের মধ্যে মোবাইল এর অতিরিক্ত ব্যাবহার কি করে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়েও বক্তব্য রাখেন। এরপরেই শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। কোয়ান্টাম কম্পিউটার, ব্লক চেন থেকে শুরু করে প্রাচীন ভারতর বিজ্ঞানচর্চা ইত্যাদি বিষয় আলোচনায় উঠে আসে। বিশেষত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ও চ্যাট জিপিটির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা একাধিক প্রশ্ন করে। সর্বপরী এই সভায় অংশগ্রহন করে উচ্চসিত ছাত্রছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct