নিজস্ব প্রতিবেদক, দিল্লি, আপনজন: ফিলিস্তিননিদের সমর্থনে দেশের জনগণকে রাস্তায় নামতে দেখা গেলেও এই প্রথম দিল্লি বিশ্ববিদ্যালয়ে মূল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ ছাত্রছাত্রীরা গান-কবিতায় বিক্ষোভ প্রদর্শন করল। স্বাধীন ফিলিস্তিনের পক্ষে এবং ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই প্রতিবাদ করা হয়। ‘প্যালেস্তাইন মুক্ত করো’, স্বাধীনতা প্যালেস্তাইন জনতার অধিকার’ ইত্যাদি পোস্টার হাতে নিয়ে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায়। ছাত্র সংগঠন আইসা, এসআইও, দিশা, জিআইও এবং ফ্রাটারনিটি মুভমেন্টের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভা করা হয়। এসআইও দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফাহিম আহমেদ বিক্ষোভে সামিল হয়ে বলেন, “ ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্যালেস্তাইনী জনগণের এই লড়াই স্বাধীনতার লড়াই। গান্ধীজির নীতিতেই আমরা তাদের লড়াইকে সমর্থন করি।” ফ্রাটারনিটি মুভমেন্টের ছাত্রনেতা ফাহাদ নোমান চমস্কির ভাষায় বলেন, “তুমি আমার তৃষ্ণার জল কেড়ে নিলে, আমার ক্ষেত জ্বালিয়ে দিলে, আমার বাড়িঘর ধবংস করে দিলে, আমার কাজ ছিনিয়ে নিলে, আমার বাড়ি দখল করলে, আমার বাবাকে বন্দি করলে, আমার মাকে হত্যা করলে, আমার দেশে বোমাবর্ষণ করলে, সবাইকে অভুক্ত রাখলে, কিন্তু আমাকেই দোষারোপ করলে - একটা রকেট ছুঁড়েছি তাই।’ বর্তমানে ফিলিস্তিনিদের আত্মরক্ষার লড়াইকে বিশ্ববাসীর সামনে ঠিক এইভাবেই দেখানো হচ্ছে।” এই প্রতিবাদ থেকে প্যালেস্তাইনের স্বাধীনতার গান গেয়ে সমর্থন জানায় জামাআতে ইসলামি হিন্দের ছাত্রী সংগঠন জিআইও-এর নাহালা, হানান, ফতেমারা। এই অবস্থান বিক্ষোভ থেকে মাঝে মাঝেই স্লোগান উঠতে থাকে “লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক ইয়া আকসা’ প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct