আপনজন ডেস্ক: ফিলিস্তিনের গাজা নগরীর আল-আহলি আল-আরাবি হাসপাতালে চালানো হামলা ‘নজিরবিহীন মাত্রার’ ছিল উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান টেড্রস আধানম গেব্রিয়াসুয়েস।বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, ‘গাজার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অবিলম্বে আমাদের সকল পক্ষের সহিংসতা বন্ধ করা প্রয়োজন।তিনি আরো বলেন, প্রতি মুহূর্ত আমরা ওষুধসহ চিকিৎসা সহায়তা পাওয়ার অপেক্ষা করি আর এভাবেই প্রাণ হারাই।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, জীবন রক্ষাকারী বিভিন্ন পণ্যের সরবরাহ শুরু করার জন্য অবিলম্বে আমাদের সেখানে যাওয়া প্রয়োজন।মঙ্গলবার রাতে গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct