আপনজন ডেস্ক: ডাচ পেসার পল ফন মিকেরেনের নেদারল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই ইতিহাস গড়ার পথে। মিকেরেন নিজেও পেয়েছেন ২ উইকেট। ডাচ এই পেসারের জীবনে আসলেই তেমন কষ্ট আছে কি না, তা তো জানার উপায় নেই। তবে তাঁর গল্পটা কিন্তু আর পাঁচটা সাধারণ ক্রিকেটারের মতো নয়। মাঠের ক্রিকেটের চ্যালেঞ্জ সামলে মিকেরেনকে সামলাতে হয়েছে বেঁচে থাকার চ্যালেঞ্জও। সেখানেও নিংড়ে দিতে হয়েছে নিজেকে। ব্যর্থ নয়, সফল হয়েছেন সেখানেও। মাত্র তিন বছর আগেও মিকেরেনের জীবনটা অন্য রকম ছিল। মিকেরেন তখনো হাসতেন তবে সে হাসির পেছনে লুকিয়ে ছিল কষ্টের ছায়া। ৩ বছর আগে করা সেই টুইটের কথাই ভাবুন না! সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের নাম টুইটার) লিখেছিলেন, ‘আজকের দিনটায় ক্রিকেট খেলার কথা ছিল। কিন্তু শীতের সময়টা পার করার জন্য আমি এখন উবারে খাবার ডেলিভারি করছি। কীভাবে সময় পাল্টায়! তবু মুখের হাসিটা ধরে রাখুন।’ মিকেরেনের এই টুইটে হাসি ও কান্নার দুরকম ইমোজিই ছিল। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে নেওয়া হয়েছিল। বিশ্বকাপে খেলতে না পারার হতাশায় অমন পোস্ট করেছিলেন মিকেরেন। সেসময় মিকেরেন জানিয়ে দেন, ক্রিকেট থেকে আমার কোনো আয় ছিল না। নতুন আয়ের ক্ষেত্র খুঁজছিলাম। তাই সব মিলিয়ে উবার ও ডেলিভারিতে কাজ করেছি। কারণ, এখানে অ্যাপ খুলেই কাজ শুরু করা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct