সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: মামার বাড়িতে বেড়াতে এসে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিক সহ চার যুবক গণধর্ষণ করে ষোলো বছরের নাবালিকাকে। পরে ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা। ঘটনার দু’বছর পর আসামী চার যুবককে আমৃত্যু-যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলো আদালত। ২০২১ সালের ৯ই অক্টোবর দুর্গাপুজোর তৃতীয়ায় জিয়াগঞ্জের নারকেলতলা এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসে মুর্শিদাবাদ থানার নসিপুর এলাকায় ওই নাবালিকা তার প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে তাকে একটি মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অভিযুক্ত প্রেমিক বাসুদেব মন্ডল ওরফে বিশ্ব সহ তার তিন বন্ধু মিলে গণধর্ষণ করে। ঘটনার পর ওই নাবালিকাকে ধর্ষণের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে, গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চার যুবককে। মঙ্গলবার ধৃত বাসুদেব মন্ডল, মিঠুন দাস, আকাশ মন্ডল, অরুণ মন্ডল কে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডিএ, ৫০৬, ৩৪ নম্বর ধারা, ৬,১৪,১৫ নম্বর পক্স আইন, এবং ইনফরমেশন টেকনোলজি ৬৭বি আইনে দোষী সাব্যস্ত করে আদালত। বুধবার ধৃতদের আমৃত্যু-যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন লালবাগ অতিরিক্ত স্পেশাল পক্স আদালতের বিচারক দিপ্ত ঘোষ।নির্যাতিতা নাবালিকাকে চার লক্ষ টাকা এবং আসামিদের জরিমানা করা ৮ লক্ষ টাকা জমা করা হলে গৃহীত সেই ৮ লক্ষ টাকা মোট ১২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান বিচারক।এই মামলায় সরকারপক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, ‘রাইট ব্লকারের মাধ্যমে ডিজিটাল প্রমাণগুলো সংরক্ষণ করা হয়েছিলো। অপরাধীর হাতের ট্যাটু চিহ্ন, ভয়েস, চালচলন ভিডিওর সঙ্গে মিলে যায়।’আসামিপক্ষের আইনজীবী কৌশিক দে বলেন, ‘বিচারের রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি, এর বিচার পেতে আমরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct