আজিম শেখ, বীরভূম, আপনজন: বীরভূমের বিশিষ্ট শিল্পপতি নাজিমউদ্দিন মন্ডল (টুলু মন্ডল)। তিনি আবারও প্রমাণ দিলেন গরিব মানুষের প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে। বীরভূম জেলার মহ: বাজার থানার ডেউচা গ্রাম পঞ্চায়েতের দেউচা গ্রামে একটি পরিবারে বাবা-মাকে হারানো দুটি বাচ্চা অসহায় দিন কাটাচ্ছিল। খবর পেয়ে তাদের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই টুলু মন্ডল। ফাল্গুনী ও বুদ্ধদেব ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে বাবার জায়গার উপর বাবার তৈরি একটি ছোট্ট ইটের বাড়ি খড়ের ছাউনি একটি রুমের মধ্যে বসবাস করেন। ওই বাড়ির পাশের রুমে কাকা ও কাকিমা বসবাস করেন। ফাল্গুনী সপ্তম শ্রেণীতে পড়ে ও বুদ্ধদেব পড়ে তৃতীয় শ্রেণীতে। ফাল্গুনী বড় দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে। ছোট ভাইকে নিয়ে ফাল্গুনী কষ্টের উপর দিন কাটাচ্ছেন। সপ্তম শ্রেণীর ছাত্রী হয়েও ঠিকমত পড়াশোনা করতে পারেন না পাড়া-প্রতিবেশী কোন এক বাড়িতে কাজ করে প্রতি মাসে এক হাজার টাকা ইনকাম করে তাতেই দুমুঠো খাবার জোটে এই অনাথ দুটি শিশুর। কয়েকদিন আগে খুশির ভান্ডার নামে একটি স্বেচ্ছাসেবক আসেন এবং তাদেরকে আর্থিক কিছু সাহায্য করেন। পুজোর জন্য জামা কাপড় জুতো রেশন ও কিছু টাকা দিয়ে সাহায্য করে যান।গত কালকে রাত্রে বীরভূম শিল্পপতি টুলু মন্ডল তাদের বাড়িতে যান এবং বাচ্চার দুটিকে পড়াশোনার কথা বলেন। কিছু টাকা দিয়ে আর্থিক সাহায্য করেন । এবং ফাল্গুনী কে একটি সাইকেল দেওয়ার কথাও বলেন। এর থেকে বড় সাহায্যের হাত বাড়িয়েছেন যে প্রতিমাসে টুলু মন্ডলের অফিসে এসে তারা কিছু করে টাকা নিয়ে যাবে যে টাকা দিয়ে তারা সংসার চালাতে পারবে দুমুঠো খেতে পারবে পড়াশোনা করতে পারবে ।আর অপরের বাড়িতে কোনো দিনও কাজ করে টাকা উপার্জন করতে হবে না। এবং এলাকার মেম্বার কেউ বলেন তাদের খেয়াল রাখতে তাদের পড়াশোনা থেকে আধার কার্ড বানিয়ে দেওয়ার দায়িত্বও দেন টুলু বাবু। এরপরও যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে দ্রুত জানানোর কথাও বলেন।এলাকাবাসী জানান শুধু ফাল্গুনী বুদ্ধদেব কেই নয়, টুলু বাবু যে কোন গরীব মানুষের পাশে থাকেন ।লকডাউনে এলাকার মানুষকে অনেক সাহায্য করেছেন ।প্রতি বছর ঈদে ও পুজোতে বহু বস্ত্র বিতরণ করেন। আর্থিকভাবে মানুষকে সাহায্য করেন। এই এলাকায় ছেলেদের জন্য ফুটবল মাঠ তৈরি করে দিয়েছেন বড় বড় খেলাধুলার জন্য তিনি সাহায্য করেন। এরকম মানবিক মুখ দেখে সন্তুষ্ট এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct