নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বর্তমান সময়ে ছাত্র-যুবসমাজের মধ্যে নীতি-নৈতিকতা, সুলভ চারিত্রিক গুণ ক্রমশ হারিয়ে যাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য এক বিরাট দুর্দশার উপসর্গ। তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের স্বাভাবিকীকরণ, আজ অনলাইন গেমের আসক্তি ও সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা অনৈতিকতা এবং অশ্লীলতার দ্বার খুলে দিয়েছে, যা ছাত্র যুবকদের কেরিয়ার গঠন ও যোগ্যতা অর্জনের পথ থেকে বিচ্যুত করে ধ্বংসাত্মক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। অপরদিকে তরুণ-তরুণীরা বেকারত্বের মহামারিতে ভুগে ভুগে দিশাহীন জীবনযাপন করছে। পিতামাতার প্রতি সম্মান, পরিবারের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি কর্তব্য ভুলে গিয়ে এক স্বার্থপর ও ভোগবাদী জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠছে তারা। এহেন পরিস্থিততে নৈতিক অবক্ষয়, অত্যাচার-অবিচার এবং অপসংস্কৃতির বেড়াজাল থেকে সমাজকে মুক্ত করে ঐশী নির্দেশনার আলোকে ছাত্র-যুবকদের এক নতুন চিন্তা-চেতনা ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে ২২শে অক্টোবর থেকে ০৫ই নভেম্বর ২০২৩ পর্যন্ত রাজ্য ব্যাপী “তোমরা সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও” শিরোনামে প্রচারাভিযান পরিচালনা করবে ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা। এদিন কলকাতায় এই অভিযানের অনুষ্ঠানিক সূচনা করলেন এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সাইদ মামুন এবং জামাআতে ইসলামী হিন্দ রাজ্য সভাপতি ডা: মশিহুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এসআইওর রাজ্য সম্পাদক আব্দুল ওয়াকিল এবং সম্পাদকমন্ডলীর সদস্য ডা: এহসানুর রহমান, গাজী তাওফিক ইসলাম, আজম হোসেন খান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct