নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: মালদার হরিশ্চন্দ্রপুরে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই আবারও অন্য এক আতঙ্কে পড়লেন হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষ। বুধবার সাত সকালে আমবাগান থেকে বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকাল ৬ টা নাগাদ ওই গ্রামের ১০-১২ বছর বয়সী একদল শিশু প্রাত:ভ্রমণে বেরিয়েছিলেন।রাস্তার ধারে আমবাগানে জঙ্গলের মধ্যে বাজার করার একটি নতুন নাইলনের ব্যাগ দেখতে পান।ব্যাগটি তুলে রাস্তার উপরে নিয়ে এসে দেখেন তার ভিতরে দুটি তাজা বোমা ও একটি ধারালো ছুরি রয়েছে। শিশুরা আতঙ্কে রাস্তার উপরে ফেলে গ্রামে গিয়ে লোকজনকে জানান। গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ভিলেজ পুলিশ। ভিলেজ পুলিশ জল ঢেলে বোমা দুটি নিস্ক্রিয় করার চেষ্টা করেন। ফোন করা হয় হরিশ্চন্দ্রপুর থানায়। প্রায় দেড় ঘণ্টা পর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।দ্রুত এলাকা ঘিরে ফেলেন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারা। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। কে বা কারা ওই এলাকায় বোমাগুলো রেখেছিল,কিংবা কী উদ্দেশ্যে ওই বোমাগুলি নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয় বাসিন্দা শাহেনশা আলি জানান,এর পূর্বে এই এলাকায় কোনোদিন বোমা উদ্ধার হয়নি।গ্রামের বা কারো ক্ষতি করার জন্য দুষ্কৃৃতীরা এই চেষ্টা চালাচ্ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct