আপনজন ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। লাতিন আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাচাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলার কাছে জয়বঞ্চিত হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার উরুগুয়ের মাঠে হারের দেখা পেলো সেলেসাওরা। মঙ্গলবার রাতে সেন্তেনারিও স্টেডিয়ামে স্বাগতিক উরুগুয়ের কাছে ২-০ গোলে হারে ব্রাজিল। হলুদ-নীলদের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর জয়ের দেখা পেলো লা সেলেস্তেরা। এ মাঠে গুরুতর চোটে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ঘরের মাঠে ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। রোনাল্ড আরোহার অ্যাসিস্টে গোলটি করেন ডারউইন নুনেজ। বিরতিতে যাওয়ার আগে আরেকটি ধাক্কা খায় ব্রাজিল। চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। এরপর ৭৭তম মিনিটে নুনেজের পাসে ২-০ গোলের জয় নিশ্চিত করেন উরুগুয়ের নিকোলাস ডে লা ক্রুজ।
উরুগুয়ের বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেলো ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এর আগে উরুগুয়ের বিপক্ষে সবশেষ হেরেছিল ২০০১ সালের জুনে, বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে।ব্রাজিলের হারকে ছাপিয়ে গেছে দলটির প্রাণভোমরা নেইমারের চোট। বল দখলের লড়াইয়ে গিয়ে বাঁ পাটা ঠিকমতো মাটিতে ফেলতে পারেননি আল হিলাল তারকা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নেইমার সম্ভবত বাঁ হাঁটুতে চোট পেয়েছেন। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা পরীক্ষার পর বোঝা যাবে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের বাঁ হাঁটু মচকে গিয়েছে। তাতে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো নেইমারের চোট নিয়ে বলেন, ‘নেইমারের মাঠ ছেড়ে যাওয়া আমাদের জন্য বড় ধাক্কা ছিল। আশা করি যেন বড় কিছু না হয়। দৌড়ের গতি বাড়ানোর সময় এর আগেও সে এমন চোটে পড়েছে। এটা কষ্টের ব্যাপার।’ তবে ঠিক কতদিনের জন্য ছিটকে গেলেন নেইমার, তা জানা যায়নি।৪ ম্যাচে ২ জয়, ১ হার ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাছাই টেবিলের তিন নম্বরে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। আর ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct