মনিরুজ্জামান, বারাসত, আপনজন: মঙ্গলবার ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একদিনের স্বেচ্ছা শ্রমদান ও কর্মসূচির উদ্যোগ নিয়েছিল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কলসুর গ্রামপঞ্চায়েত। এদিন পঞ্চায়েতের সামনে থেকে উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রী,আশা কর্মী, সহ বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে ডেঙ্গু সচেতনতা বিষয়ক একটি মিছিল বের হয়। উপস্থিত ছিলেন দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক, আনিসুর রহমান বিদেশ, আলি আসরাফ, মীরাতুন নাহার, বিধান চন্দ্র রায়, বরুণ কান্তিবালা প্রমুখ। পঞ্চায়েতের সদস্যরা,কলসুর হাই স্কুল এবং কলসুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ আরও অনেকে।বিডিও সুব্রত মল্লিক বলেন, আমাদের টার্গেট আগামী এক সপ্তাহের মধ্যে কলসুরের সব জায়গাকে পরিস্কার করে তোলা যাতে আগামীতে ডেঙ্গুর কোনও প্রকোপ না থাকে।বাচ্চাদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে সেই সচেতনতাটা আনা যাতে নিজেদের বাড়ির নোংরা নিজেরাই পরিস্কার করে।যেন বাইরের লোকের উপর নির্ভর করতে না হয়। তিনি আরও বলেন,এখনও পর্যন্ত দেগঙ্গা ব্লক এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজকের সরকারি হিসাব অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত ২২ জন ডেঙ্গু রোগী আছে।তারমধ্যে ৪ জন হাসপাতালে ভর্তি এবং বাকিরা বাড়িতেই আছে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন,আজকের এই স্বচ্ছতা অভিযানে পুরুষদের সঙ্গে সঙ্গে সারা কলসুর জুড়ে প্রায় দু’হাজার মায়েরাও নেমেছেন। নারী শক্তি যে কাজে নামে সে কাজ কোনও দিন অসফল হয় না।স্কুল পড়ুয়ারাও নেমেছে। ডেঙ্গুর বিরুদ্ধে জেহাদ,লড়াই ঘোষণা করেছেন সবাই।তিনি বলেন,আমরা চাই মানুষ তার নিজের বাড়ির পারিপার্শ্বিক পরিবেশটা যাতে পরিস্কার রাখে,এটাই আমাদের আজকের কর্মসূচির মূল থিম।দেগঙ্গা ব্লকের মধ্যে কলসুর গ্রাম পঞ্চায়েত এইরকম একটা কর্মসূচি নিয়ে দেগঙ্গা ব্লকে দিশা দেখালো।এটা একটা মডেল হবে।আগামী দিনে ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতে মানুষকে সচেতন করতে এইরকম কর্মসূচি আরও করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct