আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: বিনদিয়া জেলার কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত চাপড়া থানার আইসির নেতৃত্বে বিভিন্ন বেআইনি বাজির দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করল চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে চাপড়া থানার আইসির নেতৃত্বে পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অতর্কিতে অভিযান চালানো হয়।চাপড়া বাজারে মুদি দোকানে থেকে উদ্ধার করা হয় ১০০ কিলো নিষিদ্ধ শব্দবাজি বাজির দোকানের মালিকের কথা বার্তায় সন্দেহ হয় পুলিশের।এরপরেই তল্লাশি চালানো হয় দোকানের গোডাউনে। এবং সেখান থেকেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দ বাজি। এই ঘটনায় নিষিদ্ধ শব্দবাজি মজুদ রাখার অপরাধে দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। আগামী দিনেও বেআইনি শব্দবাজি মজুদ রাখার অপরাধে এই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান,”আমাদের কাছে খবর এসেছিল বাজারে সন্দীপ গড়াইরে দোকানে নিষিদ্ধ বাজি বিক্রি করা হচ্ছে। সেই সূত্রেই আমরা অভিযান চালাই। অভিযান চালিয়ে দেখি যা খবর পাওয়া গিয়েছিল,তার থেকে অনেক বেশি পরিমাণ বাজি এখানে মজুত আছে। মোটামুটি সবই বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের নাম সুদিপ গড়াই ও সন্দীপ গড়াই। তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক একদিন দিনের পুলিশ হাজতে নিদর্শন দেন। আগামী দিন অভিযান চালাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct