অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: শুভায়ন হোমের আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেয়া হলো জেলা প্রশাসনের তরফে। বুধবার এই উপলক্ষে শুভায়ন হোমে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) ড: হারিশ রশিদ, জেলা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তপন সরকার সহ অন্যান্য আধিকারিকেরা।প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর রায়নগর এলাকায় অবস্থিত শুভায়ন হোম। এখানে মূলত নাবালকদের রাখা হয়। এদিন এই হোমের আবাসিকদের পুজোর পোশাক, ব্যাগ ও অন্যান্য সামগ্রী তুলে দেয়া হয় জেলা প্রশাসনের তরফে। পাশাপাশি এই হোমে নব নির্মিত কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন জেলাশাসক।এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, ‘শুভায়ন হোমে ৫০ জন আবাসিক রয়েছে। তাদের সুবিধা-অসুবিধা ইত্যাদি নানা বিষয়গুলি জানবার জন্য নানা সময়ে আমরা এখানে পরিদর্শনে আসি। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে প্রত্যেক আবাসিকের হাতে একটি করে কিট-ব্যাগ তুলে দেয়া হলো। আমরা চেষ্টা করছি, এই হোমে যে সমস্ত আবাসিক রয়েছে, তাদের নিয়ে প্রত্যেক মাসে এখানে একটি করে অনুষ্ঠান করবার জন্য।’ পাশাপাশি জেলাশাসক আরো জানান, ‘এই হোমের আবাসিকদের জন্য একটি নতুন কম্পিউটার ল্যাব তৈরিকরা হয়েছে। কম্পিউটার শিক্ষক এসে গেলে দ্রুত চালু করা হবে কম্পিউটার ল্যাবটি। ফলে তারা কম্পিউটারও শিখতে পারবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct