আমীরুল ইসলাম, কলকাতা, আপনজন: গত রবিউল আওয়ালের ১২ তারিখ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মদিন পালিত হয়। তার পর আসে চতুর্থ মাস রবিউস সানি। রবিউস সানি মাসের ১১ তারিখ তারই বংশধর, কাদেরিয়া সুফি তরিকার প্রতিষ্ঠাতা ‘বড় পীর সাহেব’, ‘গওসুল আযম দাস্তগির’ হযরত আব্দুল কাদির জিলানী আল-হাসানী আল-হুসায়নী আল-বাগদাদী পাকের ‘ফাতেহা ইয়াজ দাহাম শরীফ’ পালিত হয় সারা বিশ্বে। কলকাতার হাজী মুহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাক থেকে ৫২ জনের একটি কাফেলা এ বছর ইরাকের বাগদাদ শরীফে ‘বড় পীর সাহেব’ এর মাযার শরীফ ও দরবার পাকে অনুষ্ঠিত ফাতেহা ইয়াজ দাহাম শরীফে যোগদান করতে ২ রা রবিউস সানি মঙ্গলবার রাত ৯.২০ র ফ্লাইটে হায়দরাবাদ হয়ে রওয়ানা হয়েছে। দু সপ্তাহের এই সফরে তারা বাগদাদ শরীফ ছাড়াও ইরাকের মধ্যেই অবস্থিত ইমাম হুসায়ন (রা) এর স্মৃতিবিজড়িত কারবালা এবং হযরত আলী (রা) এর মাযার শরীফ নাজাফ শরীফেও হাজির হবেন। আগামী ২রা নভেম্বর তারা কলকাতা ফিরে আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct