সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাজ্য সরকারের নির্দেশে সোনামুখী পৌরসভার উদ্যোগে সোনামুখী পৌরশহরে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হল । রাজ্যে ডেঙ্গু যেভাবে মাথাচাড়া দিয়েছে তাতে ঘুম ছুটেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ও রাজ্য সরকারের । যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর ও রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় যথেষ্ট তৎপর । স্বাস্থ্য দপ্তরের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ । ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষদের সচেতনও করা হচ্ছে। সে মতোই রাজ্য সরকারের নির্দেশে সোনামুখী পৌরসভার উদ্যোগে সোনামুখী পৌরশহরে ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করতে একটি সচেতনতামূলক পদযাত্রা করা হল। এর ফলে সাধারণ মানুষদের মধ্যে ডেঙ্গু মোকাবিলায় কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সম্পর্কে ধারণা তৈরি হবে। সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী জানান , সরকারি নির্দেশে গোটা রাজ্য জুড়ে দুদিন ধরে এই কর্মসূচি চলছে। সাধারণ মানুষদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ আরো বেশি ডেঙ্গু সম্পর্কে সচেতন হবেন ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct