বিশেষ প্রতিবেদক, হুগলি, আপনজন: ব্যান্ডেল গার্লস মিশন হুগলি জেলার সীমানা ছাড়িয়ে আজ রাজ্যস্তরে এক সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। সেখানকার শিক্ষক-শিক্ষিকা ও কর্তৃপক্ষের লাগাতার চেষ্টা প্রচেষ্টায় ছাত্রীদের ক্রমিক উৎকর্ষতা আজ ব্যান্ডেল গার্লস মিশনকে এক ব্যতিক্রমী রূপ দিয়েছে।প্রধান শিক্ষক শেখ মুসলিম মন্ডল এক বড়সড় দায়িত্ব নিজে কাঁধে নিয়েছেন আবার সকলকে নিয়ে এগিয়েও চলেছেন। তার সঙ্গে যোগ্য সঙ্গত দান করছেন অনিমেষ মান্না আবার অন্যদিকে ইংলিশ মিডিয়াম বিভাগের প্রিন্সিপাল শেখ মিজান উদ্দিন সহ সকল বিষয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ। আর এঁদেরকে নীরবে-নিভৃতে পথ দেখিয়ে চলেছেন রফিকুল ইসলাম, শেখ নুরুল হক সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর যার স্পর্শধন্যে বাংলায় বিশেষত পিছিয়ে পড়া মুসলমানদের শিক্ষা-মানচিত্র আজ অনেকটা আলোকিত, তিনি আর কেউ নন স্বয়ং মোস্তাক হোসেন। তাঁর প্রেরণায় ব্যান্ডেল গার্লস মিশন আগামী দিন শিক্ষা জগতকে আরও গৌরবান্বিত করবে, এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ সকলে।২০২৪ সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে সেই সমস্ত ছাত্রীদের নিয়ে গত শনিবার ব্যান্ডেল গার্লস মিশনে ছিল এক বিশেষ কর্মশালা। উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগ এবং আর্টস বিভাগের ছাত্রীরাও অংশ নিয়েছিল তাদের জন্য পৃথক কর্মশালায়।অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের পরিচালনায় এই কর্মশালা খুবই উপকারী হয়েছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ছাত্রীদের উৎসাহ-ও ছিল বেশ চোখে পড়ার মতো। এদিন প্রতিনিধি দলে ছিলেন সেখ আহাসান আলি, মিতালী মুখোপাধ্যায়, মুখলেসুর রহমান, পান্থ মল্লিক, গৌরাঙ্গ সরখেল ও নায়ীমুল হক। মাধ্যমিক ২০২৪ পরীক্ষার্থীদের জন্য মক টেস্ট পেপার সকল শিক্ষক-শিক্ষিকাদের জন্য দেওয়া হয় কথাশিল্প প্রকাশনীর পক্ষ থেকে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান মাধ্যমিকের আগে গুরুত্বপূর্ণ এই টেস্ট পেপারখানি ছাত্রীরা যেন প্রত্যেকে পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। ব্যান্ডেল মিশনের ইংরেজি বিভাগের খুদে পড়ুয়াদের হাতেও উপহারস্বরূপ কিছু বইপুস্তক তুলে দেওয়া হয় এদিন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct