রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: হরিহরপাড়া বিদ্যাসাগর চ্যারিটেবল ট্রাস্ট’ এর উদ্যোগে এবং গোবরগাড়া হাই মাদ্রাসার সহযোগিতায় সচেতনতার বার্তা এবং মশারির বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার গোবরগাড়া হাই মাদ্রাসা ফুটবল ময়দানে। জানা যায় ডেঙ্গু, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, মানব পাচার বিষয়ক এক সচেতনতা শিবির, পাশাপাশি দুঃস্থ-অসহায় মানুষদের ‘মশারি বিতরণ করা হয়। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন , হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, হরিহরপাড়া ব্লকের জয়েন্ট বিডিও আমশ তামাং, হরিহরপাড়া চক্রের এসআই শর্মিষ্ঠা চক্রবর্তী, বিদ্যাসাগর চ্যারিটেবল ট্রাস্ট’ এর সম্পাদক মিরাজুল ইসলাম, গোবরডাঙ্গা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক বকুল আহমেদ, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীর অভিভাবকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct