সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: মঙ্গলবার নতুন বস্ত্র বাজার চালু হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে। ভাঙড় ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের গাবতলাতে ক্যানেল রোডের ধারে শুরু হয়েছে বস্ত্র বাজার। উদ্যোক্তাদের পক্ষে শাহরুখ গোলদার জানান, সপ্তাহে দুদিন বসবে এই বাজার। মঙ্গলবার ও রবিবার সকাল ৫ টা থেকে বিকাল ৩ টা অবধি চলবে বস্ত্র কেনাকাটা। প্রায় ২০০ টি স্টল থাকবে এই বস্ত্র বাজারে। নতুন বস্ত্র বাজারের নাম করণ করা হয়েছে নিউটাউন - গাবতলা বস্ত্র হাট। ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের শোনপুর এবং পোলেরহাট ১ অঞ্চলের অনন্তপুরে আরও দুটি বস্ত্র হাট রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct