জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: মাথায় বন্দুক ঠেকিয়ে ১৭ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠল হুগলির প্রাক্তন তৃনমূল নেতার বিরুদ্ধে। একদম মগড়া থানার অদূরে হাঁসগড়া এলাকায় দিল্লি রোডের পাশে একটি হিমঘর রয়েছে। জমির পরিমাণ আট বিঘা। বর্ধমানের বাসিন্দা পেশায় জমি ব্যবসায়ী মহম্মদ কামালউদ্দিনের এক পরিচিত ব্যক্তির সেই হিমঘরটি ব্যাঙ্কে বন্দক ছিল। কামালউদ্দিন সেই পরিচিত ব্যক্তির ইচ্ছাতেই ব্যাঙ্কের কাছ থেকে সেই সম্পত্তি ভাই আজিবউদ্দিনের নামে কিনে নেয়। কিন্তু অভিযোগ, সেই হিমঘর কেনার জন্য কামালউদ্দিনের কাছে ফোন আসে ত্রিবেণীর বাসিন্দা তথা প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ পালের। ফোনে কামালউদ্দিন জমির দাম দেন সাড়ে সাত কোটি টাকা। অভিযোগ, সেই ফোনের কিছুদিন পরেই জনা পঞ্চাশেক লোক নিয়ে হিমঘরে আসেন দেবরাজ ও স্থানীয় বাসিন্দা জনৈক ইন্দ্রজিৎ রায় ওরফে ইন্দ্র। দু’জনের হাতেই বন্দুক ছিল বলে অভিযোগ। কামালউদ্দিন জানান, প্রাণের ভয় দেখিয়ে সেখান থেকে তাঁকে ত্রিবেণী কলিতলার কাছে কোনও একটি গ্যারেজে নিয়ে যায়। কালীতলার বাসিন্দা দেবরাজ প্রথমে এক কোটি টাকা দাবি করে। পরে দরাদরিতে ৫০ লাখে নামে। এরপর কামালউদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। কামালউদ্দিনের দাবি, প্রাণের ভয়ে ওই মাসেই ১৭ লক্ষ টাকা দেওয়া হয় দেবরাজকে। পুলিশ-প্রশাসনের কর্তাদের কাছে ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ জানান তিনি। ইন্দ্রজিতের সাথে যোগাযোগ করা না গেলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে ফোনে জানান। এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct