নিজস্ব প্রতিবেদক, অশোকনগর, আপনজন: উৎসব মানেই নতুন পোশাকে আনন্দে হুল্লোড়ে মাতামাতি কিন্তু এমন অনেক পরিবার আছে যাদের আনন্দ মাটি হয় আর্থিক দুরবস্থার কারণে ৷ এমনই পরিবারের শতাধিক শিশুর হাতে বস্ত্র, মিষ্টি, প্রসাধনী সামগ্রী তুলে দিয়ে মানবিক নজির গড়লেন স্বেচ্ছাসেবী সংগঠন 'নব সৃষ্টি' ৷ উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের পাড়ুই পাড়ায় শারদ উৎসব উপলক্ষে অশোকনগরের নব সৃষ্টি কর্তৃক আয়োজিত ওই কর্মসূচিতে দরিদ্রদের পাশে দাঁড়াতে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়াবিদ ও বিশিষ্ট সমাজসেবী সংস্থার সদস্য ইসমাইল সরদার ৷ কচিকাঁচাদের হাতে নতুন পোশাক এবং প্রসাধনী সামগ্রী তুলে দিয়ে ইসমাইল বাবু বলেন 'ছোটবেলার অভ্যাস মতো আজও সেবামূলক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখতে ভালো লাগে ৷' এ দিন নব সৃষ্টির পক্ষ থেকে নতুন বস্ত্র পেয়ে খুশি শতাধিক পরিবার ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct