আপনজন ডেস্ক: ইসরায়েল জরুরি সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কাছে জরুরি ভিত্তিতে দশ বিলিয়ন ডলার চেয়েছে। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।জানা গেছে, হোয়াইট হাউসের সাথে সমন্বয় করে কংগ্রেসের একটি বিলে এই সহায়তা প্যাকেজটি একত্রিত করা হচ্ছে। বাইডেন প্রশাসন, ইউক্রেন, তাইওয়ান এবং মার্কিন-মেক্সিকো সীমান্তের জন্য যে তহবিল চাইছে তাও এই বিলে অন্তর্ভুক্ত থাকবে।এর আগে রোববার মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ইসরায়েল সফরের সময় বলেছিলেন যে, মার্কিন আইনপ্রণেতারা তেল আবিবকে ১৫৫-মিলিমিটার গোলাবারুদ, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ, অত্যাধুনিক বোমা এবং স্ট্যান্ডার্ড বোমা তৈরির জেডিএএম কিট দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে যে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় চার লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। হাজার হাজার মানুষ আহত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct