আপনজন ডেস্ক: আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের বানদাকা শহরের কাছে কঙ্গো নদীতে তিন শতাধিক মানুষ নিয়ে ওই নৌকাটি উল্টে গেলে এই হতাহাতের ঘটনা ঘটে। রোববার কর্তৃপক্ষ জানিয়েছিল, এ ঘটনায় ৩০ জন ডুবে মারা গেছেন ও ১৬৭ জন নিখোঁজ রয়েছেন। তারপর থেকে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে সোমবার জানান একুয়াতিয়ের প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী দিদিয়ের এমবুলা। তিনি জানান, নদীটি থেকে অন্তত ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct