আপনজন ডেস্ক: প্রীতি ম্যাচ হোক কিংবা প্রতিযোগিতামূলক, আর্জেন্টিনাকে কিছুতেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বটাও দারুণভাবে শুরু করেছে আর্জেন্টাইনরা। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম তিন ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ওদিকে তিন ম্যাচের দুটিতে হার ও একটিতে ড্র করে ১০ দলের মধ্যে ৯–এ আছে পেরু।সেই পেরুর এবার আর্জেন্টিনা-পরীক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল সকালে ঘরের মাঠে লিওনেল মেসিদের মুখোমুখি হবে পেরুভিয়ানরা। নামে, ভারে, শক্তিমত্তা ও পরিসংখ্যানে ঢের এগিয়ে থাকা আর্জেন্টিনা এই ম্যাচেও স্পষ্ট ফেবারিট।এই যখন অবস্থা, তখন মেসির অমঙ্গল কামনায় এগিয়ে এসেছেন পেরুর ওঝারা। দেশটির জঙ্গল, পর্বত ও উপকূলবর্তী এলাকায় ছড়িয়ে থাকা ওঝাদের স্থানীয় লোকজন ‘তায়তা ইনতি’ (সূর্য দেবতা) নামে ডাকেন। সেই তায়তা ইনতির সদস্যরা আগামীকালের ম্যাচের ভেন্যু লিমার ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন। সেখানে যোগ দিয়েছেন পেরুর সমর্থকেরাও। মেসিকে ঠেকাতে ওঝারা তাঁর একটি পুতুল নিয়ে জাদুটোনা করছেন। একটি বেদিতে তলোয়ার, তাবিজ, পতাকা ও মেসির ছবি রেখে তাতে তুকতাকও করছেন। এক ওঝা আবার মেসির ছবি পদদলিত করেছেন। অন্যজন তাতে বেত্রাঘাত করছেন।
প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির গোলে জিতেছিল আর্জেন্টিনা। পেরুর ওঝারা তাই তুকতাক করে ওতামেন্দিরও হাত-পা বেঁধে ফেলেছেন বলে দাবি করছেন।২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা তিন ম্যাচ খেললেও চোটের কারণে অধিনায়ক মেসি খেলতে পেরেছেন দুটি। সর্বশেষ ম্যাচে আবার বদলি নেমেছিলেন।তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মেসি পুরোপুরি সুস্থ। সব ঠিক থাকলে আগামীকাল পেরুর বিপক্ষে শুরু থেকেই খেলবেন। ব্যাপারটি জেনেই পেরুর ওঝারা জাদুটোনা করে মেসিকে অসাড় বানানোর চেষ্টা করছেন। তাঁদের বিশ্বাস, তন্ত্রের মাধ্যমে মেসিকে বেঁধে ফেলতে পারলে ম্যাচে তিনি ভালো খেলতে পারবেন না।এ ব্যাপারে এক ওঝা বলেছেন, ‘আমরা ঔষধি গাছ ও তামাকের ধোঁয়ার মাধ্যমে মেসিকে বশে এনেছি। ওর নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। আমাদের বিশ্বাস, ও আবারও চোটে পড়বে।’আরেক ওঝা বলেছেন, ‘আমি মেসির ঊরুতে বেত্রাঘাত করেছি। ওর পুরো শরীরেই আঘাত করেছি। জানি, ওর কোথায় কোথায় চোট রয়েছে। আমি চাই ও খেলতে নেমে আরও ব্যথা অনুভব করুক এবং মাঠ ছেড়ে চলে যাক। যাতে ম্যাচের ফল আমাদের পক্ষে আসে।’গত মাসে পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে নেইমারের ওপরও তুকতাক করেছিলেন পেরুর ওঝারা। শেষ পর্যন্ত মার্কিনিওসের গোলে ব্রাজিল জিতলেও সে ম্যাচে গোল পাননি নেইমার। পেরুর ওঝারা এবার মেসিকে রুখতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct