আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার মতো দল প্রথম তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও তিন ম্যাচের দুটিতেই হেরেছে। শ্রীলঙ্কা তো তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেইনি। সেদিক বিবেচনায় পাকিস্তানের শুরুটা ভালোই বলতে হবে, প্রথম তিন ম্যাচের দুটিতে জিতেছে তারা। কিন্তু ভারতের বিপক্ষে ওই একটি হারের পরই পাকিস্তান ও পাকিস্তানের বাইরে থেকে শুরু হয়ে গেছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের সমালোচনা। সেই সমালোচনায় এবার যোগ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও।সংবাদমাধ্যম টাইমস নাউয়ের সঙ্গে কথোপকথনে বাবর-রিজওয়ানদের ব্যাটিং আর মানসিকতা নিয়ে সৌরভ সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, এই বিশ্বকাপে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোটা কঠিন হবে।
তিন ম্যাচের দুটি জিতে পাকিস্তান এই মুহূর্তে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকলেও সৌরভ কেন এমন কথা বলছেন? এর কারণ একটাই—ভারতের বিপক্ষে ভালো শুরুর পরও পাকিস্তানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়াটা ভালো লাগেনি সৌরভের।আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়া ম্যাচে ভারতের বিপক্ষে একটা সময় পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ১৫৫। ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে সেখান থেকে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯১ রানে। এমন ধসের পর ম্যাচটি তারা হেরেছে ৭ উইকেটে।ভারতের মাটিতে মানসিক চাপের কারণেই পাকিস্তানের ব্যাটসম্যানরা এভাবে ভেঙে পড়েছেন বলে মনে করেন সৌরভ। তাঁর খেলোয়াড়ি জীবনে পাকিস্তান দলকে এভাবে কখনো চাপের মুখে ভেঙে পড়তে দেখেননি বলেও মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান। তিনি বলেছেন, ‘আমাদের সময়ে পাকিস্তান ভিন্ন এক দল ছিল। এ ধরনের (বর্তমান দল) পাকিস্তান দলের সঙ্গে খেলে অভ্যস্ত নই আমরা। এই দল ব্যাটিংয়ের সময় চাপ সামলাতে পারে না। এমন ব্যাটিং দিয়ে এই বিশ্বকাপে পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct