আপনজন ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে উচ্চ প্রাথমিকে নিয়োগ সমস্যার জট কাটল। মঙ্গলবার দুপুরে কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে কাউন্সেলিং পর্ব শুরু করতে পারে স্কুল সার্ভিস কমিশন। তবে, নিয়োগপত্র দেওয়া আদালতের নির্দেশ পেলে তবেই। কলকাতা হাইকোর্টের এই বক্তব্য জানার পর স্কুল সার্ভিস কমিশন দ্রুত পদক্ষেপ নেয়। তারা জানিয়ে দেয় ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্যানেলে যাতের নাম আছে তাদের কাউন্সেলিংয়ের জন্য কল লেটার ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন মামলা চলায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল আদালতের নির্দেশে। ২০১৬ সালে প্রকাশিত প্যানেলে অস্বচ্ছতার জন্য ২০২০ সালের ১১ ডিসেম্বর নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার ফলে প্রায় ৯০০০ জনারে যে শিক্ষক তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন তাদের কাউন্সেলিং আটকে যায়। পরবর্তীতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। সেই মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কাউন্সেলিং করার অনুমতি দেয়। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশের পর কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিংয়ের জন্য আগামী ৩০ অক্টোবর কমিশনের ওয়েবসাইটে ‘কললেটার’ আপলোড করা হবে। সেই ‘কললেটার’ ডাউনলোড করে নিতে হবে প্যানেল ভুক্ত প্রার্থীদের। তারপর শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। এ ব্যাপারে দু একদিনের মধ্যে অর্থাৎ পুজোর ছুটির আগেই কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তবে, সেই বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পুজো মিটলে লক্ষ্মীপুজোর পর স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কললেটার ডাউনলোড করার ব্যবস্থা প্রায় সুনিশ্চিত। এদিন এসএসসির চেয়অরম্যান সিদ্ধার্থ মজুমদার আরও জানান, ‘মোট ১৪৩৩৯টি শূন্যপদ রয়েছে উচ্চ প্রাথমিকে, তার মধ্যে ২০১৬ সালের প্যানেল থেকে ৯০০০ জনকে প্রথমে ডাকা হবে। তার পর নেওয়া হবে ওয়েটিং লিস্ট থেকে।’ অন্যদিকে, আদালতের নির্দেশ না পেলে কাউন্সেলিংয়ের পর নিয়োগপত্র দেওয়া যাবে না। তাই এসএসসি সুপারিশপত্র দেবে না। যদিও এসএসসির সুপারিশপত্রের ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দিত। তবে, আইনি জটিলতা থেকে রেহাই পেতে এবার সরলীকরণ করা হচ্ছে নিয়োগপত্র দেওয়ার বিষয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct