আপনজন ডেস্ক: গত ১৫ অক্টোবর ‘আপনজন’-এর প্রথম পাতায় খবর প্রকাশিত হয়েছিল বাংলার দুই স্বর্ণশিল্পীকে গুজরাতে পিটিয়ে হত্যার কথা। সেসময় গুজরাত পুলিশ বাংলার ওই্ দুই স্বর্ণশিল্পীর বাড়ি কোথায় জানায়নি। সেই খবর পশ্চিমবঙ্গ সরকারের কাছে আসতেই গুজরাতে যোগাযোগ করার পর জানা যায় গুজরাতের রাজকোটের থোরালা এলাকার ভাবনগর রোডে এমবিএস অলংকার নামে একটি গয়না তৈরির কারখানা কর্মরত ওই দুই স্বর্ণ শিল্পী রাহুল শেখ (২৫) ও মিনু শেখ (২৬)-এর বাড়ি কালনায়। রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগে তাদের লাশ নিয়ে আসা হয় কালনায। দাফনও করা হয়। চুরির অপবাদে ওই দুই তরুণ স্বর্ণশিল্পীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়ার পাশাপাশি নাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনও। মঙ্গলবার ভার্চুয়ালি পুজোর এত্বাধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাতে পিটিয়ে হত্যার শিকার হওয়া বাংলার দুই তরুণ স্বর্ণশিল্পীর পরিবারপিছু দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। সেই সঙ্গে গুজরাতে স্বর্ণশিল্পীর কাজে গিয়ে এই মৃত্যুর পিছনে প্রকৃত কি রহস্য রয়েছে তা খুঁজে বের করতে সিআইডি তদন্ত করার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে মুখ্যমন্ত্রী নিন্দা জানিয়ে বলেন, গুজরাতে কালনার দুটি ছেলেকে নির্মভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাদের পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনারা স্থানীয় থানায় গিয়ে এফআইআর করুন। আমি এই হত্যার বিষয়টা সিআইডকে দিয়ে তদন্ত করাতে চাই।এরপার মুখ্যমন্ত্রী নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন। তবে, মুখ্যমন্ত্রী চান এই পিটিয়ে হত্যার ঘটনায় ন্যায়বিচার হোক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি চাই বিচার হোক। অন্য রাজ্য থেকে যেমন এ রাজ্যে পরিযায়ী শ্রমিকরা কাজ করেন তেনি বাংলা থেকেও অন্য রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকদের অনেকে যান। তাদেরকে এমনভাবে হত্যার তীব্র ধিক্কার জানাই।উল্লেখ্য, গত ১২ অক্টোবর গুজরাতের ভাবনগর রোডে এমবিএস অলংকার কারখানায় ১০০ গ্রাম রুপো চুরির অভিযোগ আনা হয় রাহুল শেখ নামে এক স্বর্ণশিল্পীর বিরুদ্ধে। তাকে আটক করে ডাকা হয় আর এক স্বর্ণশিল্পী মিনু শেখকে। এর পর একটি ঘরের মধ্যে তাদেরকে নিয়ে গিয়ে লাঠি, রড দিয়ে বেধড়ক মেরে বন্ধ করে রাখা হয়। কিন্তু সকালে রক্ষীরা গিয়ে দেখেন তাদের দেহে প্রাণস্পন্দন নেই। এরপর তারা ১০৮ (জরুরি পরিষেবা) ডায়াল করলে ঘটনাস্থলে চিকিৎসা কর্মীরা এসে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct