সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: তৃণমূল কংগ্রেসের গ্রাম সংসদের সদস্যা হাসিনা খাতুন ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুর জাব্বারের নিজস্ব উদ্যোগে সীমান্ত এলাকার কৃষকদের জন্য সর্ষের বীজ বিতরণ। একই ভাবে গ্রামের মহিলাদের জন্য আম-কাঁঠাল,লেবু মেহিগুনির চারা গাছ বিতরণ করা হয়। কৃষকদের পাশাপাশি বাড়ির মহিলারাও বিভিন্নভাবে সংসারের হাল ধরতে পারে সেই জন্যই তাদের হাতে বিভিন্ন ফল থেকে কাঠের গাছের চারা তুলে দেওয়া হয়।প্রাক্তন দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুর জাব্বার বলেন দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি রয়েছি সাধারণ মানুষের একাধিক কাজ করেছি ও আগামীতে কাজ করে যাবো। পঞ্চায়েত নির্বাচনের সময় জলঙ্গি ব্লকের দেবীপুর অঞ্চলের নতুন বামনাবাদ এলাকার এক অসহায় মহিলার একমাত্র থাকার ঘর ভেঙ্গে পড়ে যায় সেই সময় কথা দিয়ে ছিলেন। তার পড়ে নির্বাচনে জেতার পরে প্রথম কাজ করেন নিজের অর্থ দিয়ে অসহায় মহিলার জন্য একটি টিনের বাড়ি তৈরি করেন। অসহায় বিধবা আঙ্গুরা বেওয়া জাননা যে আমি মেম্বার কে আমার কষ্টের কথা বলেছিলাম তার পরে নিজের উদ্যোগে এই ঘরটা বানিয়ে দিয়েছেন। এই ঘর পেয়ে রোদ বৃষ্টির সময় একটু মাথা গোঁজার ঠায় হয়েছে আগে সেই জাগাও টা ছিলোনা বলে জানান।এই বাড়ি পেয়ে খুশি মহিলা সহ এলাকার মানুষ। রবিবার বিকেলে একটি সাংগঠনিক আলোচনার মাধ্যমে এলাকার মানুষের হাতে চারা গাছ ও বীজ তুলে দেন মেম্বার নিয়ে ও এলাকার বিশিষ্টদের হাত দিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct