মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার জন্য সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলা পর্যায়ের উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলাসদর আলিপুরে। উল্লেখ্য, এবার এই জেলার ৪৭ টি মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য ১৮ টি কেন্দ্রে পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে।পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা ও তত্ত্বাবধানের জন্য সংখ্যালঘু বিষয়ক জেলা আধিকারিকের ভার্চুয়ালি উপস্থিতিতে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বলাবাহুল্য চলতি শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষা শুরু হচ্ছে নতুন বছরের ফেব্রুয়ারি মাসের পয়লা তারিখ। মিটিং পরবর্তী মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক একেএম ফারহাদ বলেন, প্রতি বছরের মতো এবারও সুষ্ঠুভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য এই আলোচনা।পরীক্ষা কেন্দ্রগুলোতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে সবরকমের বন্দোবস্ত রাখা হচ্ছে। মাদ্রাসা বোর্ডের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন এর নেতৃত্বে আধিকারিকরদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করে থাকেন। মিটিংয়ে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সংখ্যালঘু আধিকারিক অপূর্ব কুমার মাইতি,এআই মোজাম্মেল হক,এসআই দীপক ভঞ্জ,ডিএলএসি টিমের সদস্য তথা ডাঙ্গা হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চম্পক নাগ,দহকান্ডা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক এস কে মঞ্জুর আহমেদ,সংগ্রামপুর তবারকিয়া উচ্চ মাদ্রাসার সহকারী শিক্ষক আবু সুফিয়ান পাইক,রঙ্গিলা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মো.আব্দুল মান্নান,সপ্তগ্রাম দারুল উলুম এস মাদ্রাসার সহশিক্ষক তৌহিদ আহমেদ,সাতুলিয়া মাদ্রাসার সুপার সেখ গোলাম মইনউদ্দিন,হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলা সরদার,সুদাম হালদার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct