রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: শিক্ষকেরা অনিয়মিত স্কুলে আসেন। সমস্যায় ছাত্র ছাত্রী। ডাকবাংলা পানুটিয়া সড়কের উপর বড়ঞা থানার ফতেপুর গ্ৰামের এই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। অভিযোগ স্কুলে ছাত্র ছত্রীরা সকাল ১০ সময় চিলে আসে। কিন্ত দিনের পর দিন বলার পরেও শিক্ষকরা স্কুলে আসেন সকাল ১১ টার পর । এছাড়াও অভিভাবকের অভিযোগ স্কুলের সামনেই মুর্শিদাবাদ বীরভূমের এই অন্যতম সড়কে উপর দিবারাত্রি চলে যানবাহন ট্রাক থেকে যাত্রীবাহী বাস সবকিছুই যায়, রাস্তায় ছুটে চলে আসে ছাত্র ছাত্রীরা। কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোন হুশ থাকে না যে শিশু পড়ুয়াদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। একাধিকবার গ্রামের বাসিন্দারা স্কুল কর্তৃপক্ষকে সঠিক পদক্ষেপ সময়ে স্কুল আসার কথা জানালেও গ্রামবাসীদের কথাই কোন কান দেয় না । প্রধান শিক্ষক থেকে স্কুল কর্তৃপক্ষ কেওই যদিও স্কুল থেকে মাত্র এক কিলোমিটার দূরে শিক্ষকদের বাড়ি তাও কি কারণে শিক্ষকরা সকাল ১১ টার পর স্কুল আসে এই কথা জানতে চাই সোমবার স্কুলের গেটের সামনে অভিবাবকরা বিক্ষোভ দেখায় এবং শিক্ষককে শেষবারের অভিভাবদের পক্ষ থেকে নিয়মিত স্কুলে আসার আবেদন জানানো হয়। যদিও ওই স্কুলের প্রধান শিক্ষকের দাবি স্কুলের সামনে যে রাস্তা গিয়েছে সেখানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে এটা অস্বীকার করার কিছু নয় তবে অপ্রীতিকর ঘটনা এড়ানোর ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা উচিত। প্রশাসনকে জানিয়েও নাকি কাজ হয়নি, কোনো ব্যবস্থা হয়নি। সবমিলিয়ে বড়ঞার ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে উঠছে একগুচ্ছ অভিযোগ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct