নিজস্ব প্রতিবেদক, বাদুড়িয়া, আপনজন: বেসরকারি নার্সিংহোমে হওয়া শিশু পুত্রকে ১৪ দিনের মাথায় বাড়িতে ফেরানোর পর তিন দিনের মধ্যে সদ্যজাত শিশু পুত্র চুরি করল আয়া। নিয়ে যায় সোজা নদীয়ার তেহট্ট এলাকায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার সাংবেরিয়া গ্রামের ঘটনা। এক গৃহবধূ প্রসব যন্ত্রণা নিয়ে বেড়াচাপার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। গত ১৪ দিন আগে সেখানে একটি পুত্র সন্তান তিনি জন্ম দেন। তার দেখভাল করতে আসেন ওই নার্সিংহোমে আয়া। সেখান থেকে সদ্যজাত শিশু পুত্রের মা-বাবার সঙ্গে পরিচয় হয়। তারপর সেই সূত্রে যাতে ওই শিশু পুত্রের দেখভাল করতে পারে তার জন্য আকুল আবেদন করেন আয়া। সেই কথামতো শিশু পুত্রের মা-বাবা ওই আয়াকে বাড়িতে নিয়ে আসে । ঠিক ২৪ ঘন্টার মধ্যে অর্থাৎ শনিবার রাত্রি ১১ টা নাগাদ এই সদ্যোজাত শিশুকে চুরি করে নিয়ে যায় নদীয়ার তেহট্ট গ্রামে ।এরপর ওই শিশু পুত্রের বাবা-মা আয়ার বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ বাদুড়িয়া থানায় লিখিতভাবে করেন। অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সিদ্ধান্ত মন্ডল এর নেতৃত্বে একটা বিশেষ পুলিশের মোবাইল টিম তৈরি করে অপারেশন শুরু হয়। প্রথমে ওই আই আয়ার ফোন নাম্বার ট্র্যাক করা হয়। জানা যায়, তার গন্তব্যস্থল নদীয়াতে। রবিবার সেখানে গিয়ে নদীয়া থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথভাবে শিশু চুরির মূল পান্ডা আয়া আর এক সাগরেদকে পুলিশ গ্রেপ্তার করে। জেরায় স্বীকার করেছে ওই শিশু পুত্রকে তারা চুরি করে মোটা টাকার বিনিময়ে বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল। ধৃত তিন শিশু পাচারকারীকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।তাদেরকে ১০ দিনে পুলিশে হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ। এই শিশু চুরির সঙ্গে যুক্ত আয়ার সঙ্গে আন্তর্জাতিক শিশু পাচার চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।এর সঙ্গে মূল পান্ডা কেউ আছে কিনা সেটাও তদন্তকারী অফিসার খতিয়ে দেখছেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct