আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার (১৬ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্স’-এ পোস্ট করা এক বিবৃতিতে এই ঘোষণা দেন। ইসরায়েল কলম্বিয়ার অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের হামলার পর থেকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যমে গাজার জনগণকে সমর্থন করে অসংখ্য পোস্ট করে করেছিলেন। একটি পোস্টে কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে ইহুদিদের উপর নাৎসি নিপীড়নের সঙ্গে তুলনা করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct