এম মেহেদী সানি, উ: ২৪ পরগনার, আপনজন: সীমান্ত ব্লক বাগদা, সেই বাগদা পঞ্চায়েত সমিতি এলাকায় উন্নয়নকে ত্বরান্বিত করতে, দায়িত্ব পেয়ে পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি সুদেবী মন্ডল গত সপ্তাহে ২৫ টি কাজের ওয়ার্ক অর্ডার দিয়েছেন বলে জানিয়েছেন ৷ নিরবিচ্ছিন্নভাবে সাত বারের বিজয়ী জনপ্রতিনিধি এবং দক্ষ প্রশাসক সুদেবী মন্ডল কাজের অগ্রগতি নিয়ে আপনজন সাংবাদিককে জানান, ‘দুই লক্ষ দশ হাজার টাকার দশটি ল্যাকটিন, চারটি সজল ধারা এবং রাস্তাঘাট সহ মোট ২৫ টি কাজের ওয়ার্ক অর্ডার ৮ ই অক্টোবর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি বেশ কিছু রাস্তার কাজ দ্রুত শুরু করার জন্য ইঞ্জিনিয়াররা স্কিম তৈরি করছেন ৷’‘নারী ও শিশু কল্যাণ বিষয়ক সমস্ত কাজে আমার প্রথম নজর থাকবে, পাশাপাশি রাস্তা ঘাট, পানীয় জল, আলো, জল নিকাশি ব্যবস্থার দিকেও যথেষ্ট নজর থাকবে ৷’ আপনজন সাংবাদিকের মুখোমুখি হয়ে এমনটাই জানান বনগাঁ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি ঝুম্পা দাস কর ৷ বনগাঁ পঞ্চায়েত সমিতি এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে কাজের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হলে ঝুম্পা দাস কর বলেন, ২০২৩-২৪ অর্থবর্ষে বিগত বোর্ড কাজের জন্য যে অ্যাকশন প্ল্যান করে গিয়েছিলেন সেখান থেকে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি ৷ সজল ধারা প্রকল্পের তিনটি কাজ শুরু হয়েছে।
ভোটে জিতে দলীয় সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে গাইঘাটা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ইলা বাগচি ৷ রাস্তাঘাট, পানীয় জল নিকাশি ব্যবস্থা, আলো, এলাকার সৌন্দর্যায়নের ক্ষেত্রে উন্নয়নকে ত্বরান্বিত করতে নবনির্বাচিত সভাপতি ইলা বাগচীর কাছে কর্মপরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ সাধারণ মানুষের চাহিদাকে মর্যাদা দিয়ে কাজ করার চেষ্টা করব, তবে ইতিমধ্যেই বিগত বোর্ডের তৈরি গত বছরের কাজের অ্যাকশন প্লান অনুযায়ী তিনটি রাস্তা, তিনটি এটিএম টিউবওয়েল টেন্ডার সম্পন্ন হওয়ার পথে ৷ স্বরূপনগর পঞ্চায়েত সমিতির শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে তৎপর স্বরূপনগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি অনুসূয়া মন্ডল ৷ এই পদে বসে জনস্বাস্থ্য এবং শিক্ষার অগ্রগতিতে ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানান অনুসূয়ার। এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে অনুসূয়া বলেন, স্বরূপনগর পঞ্চায়েত সমিতি এলাকার জন্য ইতিমধ্যেই ১১টি ড্রেনেজ, ১০টি ঢালাই রাস্তা, ১০টি ল্যাকটিন, চারটি সজল ধারা প্রকল্পের কাজ শুরুর পথে ৷ সাতটি পিচ রাস্তার অনুমোদন চেয়ে জেলা পরিষদের কাছে আবেদন করা হয়েছে ৷ এলাকার সমস্ত মানুষকে সমস্ত সরকারি প্রকল্পের আওতায় আনতে মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এগিয়ে চলেছি’ বলে জানান সভাপতি অনুসূয়া ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct