নিজস্ব প্রতিবেদক, জয়নগর, আপনজন: সোমবার সকালে জয়নগর থানার অন্তর্গত ঢোসা এলাকায় একটি ইটভাটার কাছে চার বছরের এক শিশু কন্যাকে ঘোরাফেরা করতে দেখে এলাকার মানুষ জন।তারা দীর্ঘক্ষণ কথাবার্তা বলে তার পরিচয় জানার চেষ্টা করলে, সে কিছু না বলতে পারায় জয়নগর থানায় খবর দেয় ওই এলাকার মানুষ জন। এরপর জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নির্দেশে এস আই অলকেন্দু ঘোষ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই শিশুকে উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে আসেন। জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি উদ্ধারকৃত শিশুর সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেও তার পরিচয় না জানতে পারায় অবশেষে চাইল্ড লাইনে খবর দেন। সোমবার বিকালে দিগম্বরপুর অঙ্গীকার হোম এর প্রতিনিধিরা জয়নগর থানায় আসেন এবং জয়নগর থানার পক্ষ থেকে উদ্ধারকৃত ওই শিশুকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct