অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলা সংখ্যালঘু দপ্তর কর্তৃক মেয়াদী ঋণ দেওয়া হল ২০ জন উপভোক্তাকে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন তেভাগা সভাকক্ষে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম, জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক অতনু মন্ডল সহ আরো অনেকে।উল্লেখ্য, নিজের উদ্যোগে কোনও ব্যবসা করতে গেলে প্রাথমিক ভাবে টাকার বা পুঁজির দরকার। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই মেয়াদী ঋণ দেবার উদ্যোগ নেয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সর্বোপরি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উন্নয়নে যে উদ্যোগ নিয়েছিলেন সেক্ষেত্রে বাস্তবায়নের পথ অনেকটাই প্রশস্থ হয়েছে বিত্ত নিগমের মাধ্যমে। সংখ্যালঘুদের আর্থ-সামাজিক মানোন্নয়নের জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু পরিবারের বেকার ছেলে-মেয়েদের আর্থিকভাবে সাবলম্বি করতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। সেই মতো এদিন জেলা সংখ্যালঘু দপ্তরের তরফে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোক্তদের হাতে ঋণের অ্যাপ্রভাল পত্র তুলে দেয়া হয়।এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম বলেন, ‘গত সপ্তাহে আমরা পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তর থেকে বেশ কিছু লোনের অ্যাপ্রুভাল পেয়েছি। যার মধ্যে জেলার বিভিন্ন ব্লকের সংখ্যালঘু বাসিন্দারা রয়েছেন। প্রায় ৩৭১ জন লোনের জন্য আবেদন করেছিলেন। আজ ২০ জন উপভোক্তার হাতে মেয়াদি লোনের অ্যাপ্রুভাল পত্র তুলে দেয়া হল। যার প্রায় ৩৫ লাখ টাকা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct