আপনজন ডেস্ক: ইসরায়েল সেনাবাহিনীর বিমান হামলায় গাজায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে এক হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সবশেষ এদিকে দিনের হামলায় এই ঘটনা ঘটেছে বলে সোমবার ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দল জানিয়েছে।দলটির এক বিবৃতিতে জানা গেছে, ধ্বংসস্তূপ থেকে অনেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বেশিরভাগ মানুষ আহত হয়েছেন। ঘটনার ২৪ ঘণ্টা ধরে এখনো মৃতদেহও উদ্ধার করা হচ্ছে।গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন এবং কমপক্ষে ৯ হাজার ৬০০ জন আহত হয়েছেন। ইসরায়েল সেনাবাহিনীর গতকালের ৩ ঘণ্টার আল্টিমেটাম অনুসরণ করে ইতিমধ্যে অনেক ফিলিস্তিনি গাজা ছাড়লেও থেকে যাওয়া মানুষজনেরা এই হামলায় হতাহতের সম্মুখীন হন।উল্লেখ্য গত সোমবার (৯ অক্টোবর) থেকে গাজা উপত্যকায় ইসরায়েল সর্বাত্মক অবরোধ আরোপ করায় সেখানে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। বিদ্যু, পানি, খাবার এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে উপত্যকাজুড়ে। এমন পরিস্থিতিতে গাজার সীমান্ত এলাকায় লাখো সেনা ও সামরিক সরঞ্জাম জড়ো করে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct