রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: বহরমপুরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী মুর্শিদাবাদ জেলা কমিটির অফিস কার্যালয়ে বসে সোমবার সাংবাদিক বৈঠক করলেন রাজ্য সিপিআইএমের সেক্রেটারি মোহাম্মদ সেলিম। এই সাংবাদিক বৈঠকে রাজ্য দেশ এবং ইসরাইল ও ফিলিস্থিনের যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরলেন। ফিলিস্থিনির উপর ইসরাইলের নৃসংশ হামলা কে তীব্র নিন্দা জানিয়েছেন। তার সঙ্গে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস হয়ে ফ্যাসিবাদের মতো মানব হত্যাকারী ইসরাইলকে সমর্থন জানিয়েছেন বলে তীব্র কটাক্ষ করেন সেলিম । প্রসঙ্গত এক ধবংসের খেলায় নেমেছে ইসরাইল। অবিরাম হানায় চারিদিকে শুধুই লাশের সারি। গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০০ জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত ৭০০ জন। হামলায় আহত হয়েছেন আরো ১০ হাজার বেশি ফিলিস্তিনি। এছাড়াও রেশন দুর্নীতি নিয়ে বলেন আমাদের রাজ্য এবং দেশে যখন রাইস মিলে হানাদিয়া হয়েছিল তখন অনুব্রতর গাড়ি গুলো পাওয়া গিয়েছিল, এখন রেশন ডিলারের বাড়িতে হানা দিয়ে সরকারি ডকুমেন্ট সব পাওয়া যাচ্ছে ।তিনি আরো বলেন যে কোন তৃণমূলের বড় বড় নেতার বাড়িতে গেলে অনেক ভুয়োর রেশন কার্ড পাওয়া যাবে, এই রাজ্যে যেমন ভোটার কার্ড ভুয়ো পাসপোর্ট ভুয়ো, চাকরি নিয়োগ পত্র ভুয়া এই রাজ্যটা দাঁড়িয়ে আছে সবকিছু ভুয়র উপর। তিনি বলেন এই ভূয়োর রাজনীতিতে কোটি কোটি টাকা আমদানি হচ্ছে, সে বর্তমান খাদ্যমন্ত্রী হোক আর প্রাক্তন খাদ্য মন্ত্রী হোক এদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত চায় সাংবাদিক বৈঠকে বললেন মোঃ সেলিম তিনি বলেন এইটা বাংলার মানুষের পুষ্টি চুরি করছে এই সরকার
রাইস মিলেও দেখা গেছে সরকারি দপ্তরের বিভিন্ন ফাইল। তিনি আরো বলেন পাসপোর্ট দুর্নীতিতে আপনারা দেখেছেন পঞ্চায়েতে সার্টিফিকেট এবং স্টাম্প পাওয়া যাচ্ছে। মোহাম্মদ সেলিম বলেন দুর্নীতির চক্র এটাকেই বলে। সে কেন্দ্রীয় সরকারের দপ্তর আর রাজ্য সরকারের দপ্তর সব একই ধরনের। তিনি বলেন এখন বাকিবুর রহমানকে গ্রেফতার করার পর তোমরা বলছো যে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান খাদ্য মন্ত্রীর নাম আসছে। মোহাম্মদ সেলিম এর উত্তরের তিনি বলেন আমরা তো গত ১২ বছর ধরে বলে আসছি, তিনি বলেন তখন তোমরা প্রশ্ন করেছ খাদ্যমন্ত্রী ও তো নিজেই খাদক। এইজন্য জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন সিপিআইএমের কর্মীরা কোন অনুষ্ঠান বাড়িতে বসলে তাদের সঙ্গে বসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখো, এদের সঙ্গে কোন কথা বলবে না কেন বলেছিলেন। কেন বলেছিল তার কারণ আমরা তো প্রশ্ন করবই তাহলে সব ফাঁস হয়ে যাবে সেই কারণে কথা বলতে মানা করা হয়েছিল। এই সরকারের দুর্নীতির কারণে যাদের যে জিনিস পাওয়ার দরকার তারা পাচ্ছে না যেমন রেশন যাদের পাওয়ার কথা তারা রেশন পাচ্ছে না।যে পরিমাণ যে কোয়ালিটি পাওয়ার কথা তা না পেয়ে চালে পাথর মেশানো না হয় প্লাস্টিকের চাল পাচ্ছে জানালেন মোহাম্মদ সেলিম। তিনি এ বিষয়ে বলেন গত 12 বছরে আমাদের রাজ্যে বাঙ্গালীদের ওজন কমে গিয়েছে যে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে তাদের উচ্চতা কমে যাচ্ছে তাদের মানসিক শারীরিক যে বৃদ্ধি পাওয়ার কথা সেটা কমে গেছে। তিনি বলেন আইসিডিএস, মিড ডে মিল এবং রেশন থেকে বেশি অংশ চুরি হয়ে যাচ্ছে। তিনি বলেন আজ থেকে ৮০ বছর আগে যুদ্ধের সময় বলা হয়েছিল, মন্মন্তর যখন হয়েছিল তখন বলা হয়েছিল আঙ্গুর ফুলে কলা গাছ, তখন এটাও বলা হয়েছিল শকুনি গুলি লাশ খেয়ে এত মোটা হয়ে গেছে বাংলায় তার আর উঠতে পারছে না। তিনি বলেন তৃণমূলের নেতারা এবং কয়েকজন বিজেপি নেতারা যারা প্রাক্তন তৃণমূল তারা এত মানুষের দুর্নীতির টাকা লুট করেছে চুরি করেছে এবং তাদের এত চর্বি জমে গেছে তারা এখন আর চলতে ফিরতে পারছে না তাদেরও আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। এই সরকারের আমলে বললেন মোহাম্মদ সেলিম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct