আপনজন ডেস্ক: ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এতে লিওনেল মেসি এবং নেইমারকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তালিকার দুইয়ে রয়েছেন মেসি। আর তিন নম্বরে নেইমার। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে গত ডিসেম্বরে সৌদি প্রো লীগের ক্লাব আল নাসর এফসিতে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছরে ২০ কোটি ডলার পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হন পর্তুগিজ সুপারস্টার। তখনই অনুমান করা হয়, ২০২৩ সালের শীর্ষ উপার্জনকারী ফুটবলার হতে চলেছেন ক্রিস্টিয়ানো। ফোর্বসের দেয়া তথ্য অনুযায়ী, রোনালদোর মোট আয় ২৬ কোটি ডলার। নাইকি ও জ্যাকব অ্যান্ড কোংয়ের মতো আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মিলিয়ে এনডোরসমেন্টের নানা খাত থেকে আরও ৬ কোটি ডলার আয় করবেন পর্তুগাল অধিনায়ক। সর্বাধিক উপার্জনকারী ফুটবলারদের তালিকায় দুইয়ে থাকা লিওনেল মেসি চলতি বছরে সাড়ে ১৩ কোটি ডলার আয় করবেন। ২০১২ সালে ডেভিড বেকহ্যামের পর মেজর সকার লীগে (এমএলএস) খেলা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই তালিকায় আছেন আর্জেন্টাইন মহাতারকা।গত আগস্টে পিএসজি ছেড়ে সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসিতে যোগ দেন নেইমার। ফোর্বস জানিয়েছে, বছরে ১১ কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ১১ কোটি ডলার আয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ ছেড়ে প্রো লীগের দল আল ইত্তিহাদ এফসিতে যোগ দেয়া করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ড বছরে ১০ কোটি ৬০ লাখ ডলার আয় করবেন। ৫ কোটি ৮০ লাখ ডলার আয় নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct