বিশেষ প্রতিবেদক, কলকাতা, আপনজন: নতুন গতির ঈদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয় এর অডিটরিয়ামে। সাপ্তাহিক নতুন গতি পত্রিকা আয়োজিত ঈদ সংখ্যা আনুষ্ঠানিক উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠিত হয়ে গেল রবিবার কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় পাক সার্কাস ক্যাম্পাস অডিটোরিয়ামে। এদিন ঈদ সংখ্যা বইটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড, সৈয়দ নুরুস সালাম, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মীরাতুন নাহার, সাহিত্যিক ড,কুমারেশ চক্রবর্তী, সেখ হাসান ইমাম প্রাবন্ধিক মইনুল হাসান, মহিউদ্দিন সরকার, আলিমুজ্জামান ড, সুরঞ্জন মিদ্দে, প্রবাল দাশগুপ্ত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব সেখ সিরাজুল হক সহ সমাজের বিশিষ্টজনেরা। এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিক সমাজসেবী শিক্ষাবিদ সকলেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন তিনজনকে কবিকে সংবর্ধিত করা হয়। তারা হলেন যথাক্রমে কবি কেতকি মির্জা, এম আলাউদ্দিন খান, শাকিল আহমেদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলেই নতুন গতির সাহিত্য সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে কথা তুলে ধরেন। ড, মিরাতুন নাহার নতুন গতির সাহিত্য সংস্কৃতি যেভাবে নিরলস ভাবে কাজ করে চলেছে তার ভূয়শী প্রশংসা করেন।ড, সুরঞ্জন মিদ্দে নতুন গতি হল কবি সাহিত্যিকদের একটা প্ল্যাটফর্ম নতুন কবি সাহিত্যিকদের জন্য দরজা খুলে দিয়েছে নতুন গতি। নতুন গতির সম্পাদক ইমদাদুল হক নূর বলেন আপনাদের সকলের সাহায্য সহযোগিতা নিয়ে নতুন গতি রমজান সংখ্যা, ঈদ সংখ্যা, মাসান্তিক, বার্ষিক সাহিত্য সম্মেলন সহ ধারাবাহিক ভাবে প্রকাশ করে থাকি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কবি সাহিত্যিক প্রাবন্ধিক শিক্ষাবিদ সমাজসেবী মানুষ যারা উপস্থিত হয়েছিলেন সকলকেই নতুন গতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালন ছিলেন মুজতবা আল মামুন ও আসাদুল ইসলাম , আনজুম মুনির , রফিক উদ্দিন মন্ডল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct