সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: পশ্চিম মেদিনীপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত “মেধা নির্বাচন পরীক্ষা ২০২৩” অনুষ্ঠিত হলো রবিবার। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই পরীক্ষা পশ্চিম মেদিনীপুর ছাড়াও বাঁকুড়া ও হুগলি জেলায় ২৭ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে । এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭৯৮ জন। এই পরীক্ষায় অংশগ্রহণকারী ৯৬ থেকে ১০০শতাংশ প্রাপক পরীক্ষার্থীদের ৫০০ টাকা ব্যাগ মেডেল, ৯০ থেকে ৯৫ শতাংশ প্রাপকদের ২০০টাকা, ব্যাগ মেডেল, ৮০থেকে ৮৯শতাংশ প্রাপকদের শরৎ সমগ্র ও মেডেল, ৭০ থেকে ৭৯ শতাংশ প্রাপকদের ২০০ টাকা মূল্যের গল্পের বই, ৬০থেকে ৬৯ শতাংশ প্রাপকদের ৭০টাকা মূল্যের বই, ৫০ থেকে ৫৯ শতাংশ প্রাপক পরীক্ষার্থীদের কুইজ বই প্রদান করা হবে। প্রতি শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কার পুরস্কৃত করা হবে। সোসাইটির কর্মকর্তা সেখ মনিরুল আলম জানান, ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। প্রধান উদ্দেশ্য হলো ছাত্র ছাত্রীদের পড়াশোনার আগ্রহী করার সাথে সাথে সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ প্রশ্ন করা, যাতে ক্লাসের পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct