ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: রবিবার দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট এংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশন স্কুলে বিদ্যাসাগর বেগম রোকেয়া বৃত্তি কমিটির পরিচালনায় প্রতিবছরের ন্যায় এ বছরও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় মগরাহাটের দুটি ব্লক জুড়ে ২১ টি স্কুলের মেধা সম্পন্ন ৩৫৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আজ দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত পাঁচটি বিষয়ের উপরে পরীক্ষা-নিরীক্ষা চালান হয় ওই মেধা ছাত্র-ছাত্রীদের উপরে।কার্য তুই এই বৃত্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে মগরাহাট কলেজের অধ্যাপিকা সোমা রায় বলেন বৃত্তি পরীক্ষাটা আমাদের মূল উদ্দেশ্য নয় ছেলে মেয়েদের বৃত্তিতে আর্থিক কিছু উপহার দেয়া হলে সেটা তাদের সার্বিক কোন কাজে লাগবে না। বরং উচ্চ শিক্ষার গিয়ে ছেলেমেয়েদের যে দুরবস্থা একটা বাংলা লাইন ভালো করে পড়তে গিয়ে সমস্যা এর মূল কারণ সম্পর্কে তিনি বলতে গিয়ে বলেন পাশ ফেল প্রথা তুলে দেওয়া শিক্ষাটা বেসরকারি করণে চলে যাওয়া আগামী দিনের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট তাই সকলকে রুখে দাঁড়াতে হবে এগুলোকে বন্ধ করার জন্য।উপস্থিত ছিলেন মগরাহাট কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর মনোজ গুহ তিনি ছাত্রছাত্রীর বাবা-মাদের সঙ্গে কথা বলে জানতে পারে তারা চায় শিক্ষা পাশ ফেল প্রথা চালু হোক । ছাত্র-ছাত্রীদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হোক একথা তিনি জানান, তার পাশাপাশি তারা চাই সরকারি স্কুলে সঠিক শিক্ষা ছাত্রছাত্রীরা যাতে পায় সে ব্যবস্থা করতে হবে সরকার কে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct